বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪, ০৭:২৪:৫৯

ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে এক ক্রিকেটার

ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে এক ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক: ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন লঙ্কান সাবেক অধিনায়ক লাহিরু থিরিমান্নে। আজ (বৃহস্পতিবার) সকালে শ্রীলঙ্কার অনুরাধাপুরার থিরাপান্নে অঞ্চলে দুর্ঘটনাটি ঘটে বলে জানা গেছে। 

ইএসপিএস ক্রিকইনফোর এক প্রতিবেদনে জানা গেছে, থিরিমান্নের গাড়িটি একটি লরির সঙ্গে বাজেভাবে ধাক্কা খেয়েছে। এ দুর্ঘটনার পর তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তার বর্তমান অবস্থা সম্পর্কে তেমন কিছু জানা যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে থিরিমান্নের জন্য দ্রুত সুস্থতা কামনা করেছেন তার পরিবার ও ভক্তরা।

২০২৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান থিরিমান্নে। লম্বা সময় ধরেই জাতীয় দলের বাইরে ছিলেন। এমনকি নির্বাচকদের রাডারেও ছিলেন না এই টপ অর্ডার ব্যাটার। সেটা নিজেও হয়তো বুঝতে পেরেছিলেন। যে কারণে দলে ফেরার আশাটাও ছেড়ে দিয়ে ১৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দেন থিরিমান্নে। অবসরের পরও আলোচনায় ছিলেন না সাবেক এই ব্যাটার। 

২০১০ সালে ঢাকার মিরপুরে এক ত্রিদেশীয় টুর্নামেন্টে ভারতের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় থিরিমান্নের। পরের বছর সাউদাম্পটনে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক। ২০১৪ সালে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সদস্য তিনি। মোট ৩টি টি-টোয়েন্টি বিশ্বকাপ দলের অংশ ছিলেন এবং দুটি ওয়ানডে বিশ্বকাপ খেলেছেন। 

দেশের হয়ে ৪৪ টেস্টের ৮৫ ইনিংসে ২৬.৪৩ গড়ে ২০৮৮ রান করেছেন থিরিমান্নে, ১২৭ ওয়ানডেতে ৩৪.৭১ গড়ে তাঁর রান ৩১৯৪। ২০১২ সালে অভিষেকের পর এ পর্যন্ত টি-টোয়েন্টি খেলেছেন মাত্র ২৬ টি, ১৬.১৬ গড়ে ২৯১ রান, স্ট্রাইক রেট ১০৮.৯৮। শ্রীলঙ্কাকে ৫টি ওয়ানডেতে নেতৃত্বও দিয়েছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে