স্পোর্টস ডেস্ক: বাজে ব্যাটিংয়ের কারণে দল থেকে বাদ দেওয়া হয়েছে ওপেনার লিটন দাসকে। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের দুটি ম্যাচে ০ রানে আউট হওয়ার পরে তাকে দলের সঙ্গেই রাখা হয়নি। তবে টেস্ট সিরিজে আবারো ফেরার সুযোগ ছিল। কিন্তু সেই সুযোগও যেন হাতছাড়া হলো।
আগামী ২২ মার্চ থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ। সেই ম্যাচের আগে একবারের জন্য হলেও নিজেকে প্রমাণ করার সুযোগ ছিল লিটনের কাছে। কিন্তু সেখানে সফল হতে পারলেন না ডানহাতি এই ব্যাটসম্যান।
বর্তমানে ঘরোয়া টুর্নামেন্ট ডিপিএল চলছে। জাতীয় দলে থাকার কারণে এই টুর্নামেন্টে খেলা হয়নি লিটনের। বাদ পড়ার পরে তিনি আবাহনীর জার্সিতে নেমে পড়েন নিজেকে প্রমাণের জন্য। রোববার (১৭ মার্চ) শাইনপুকুরের বিপক্ষে খেলতে নামেন লিটন।
শুরুতে ব্যাটিংয়ে নেমে মাত্র ১৬৯ রানে অলআউট হয় শাইনপুকুর। জবাবে আবাহনীর হয়ে ওপেনিংয়ে নামেন মোহাম্মদ নাঈম শেখ ও সাব্বির হোসেন। ১১ বলে ১৫ রান করে সাব্বির আউট হলে উইকেটে আসেন লিটন। শুরু থেকেই নড়বড়ে খেলতে থাকেন তিনি। শেষ পর্যন্ত ১৯ বলে মাত্র ৫ রান করে আরাফাত সানির বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন।
ডিপিএলেও যেন লিটন ফিরিয়ে আনেন জাতীয় দলের ব্যর্থতা। এই ম্যাচে ভালো ব্যাটিং করতে পারলে টেস্ট সিরিজে ফেরার সুযোগ ছিল তার সামনে। কিন্তু এখন সেই রাস্তাও যেন কঠিন হয়ে গেল।