রবিবার, ১৭ মার্চ, ২০২৪, ০৩:০৭:২৯

ব্যাক টু ব্যাক সেঞ্চুরিয়ানের খাতায় নাম লেখালেন ইমন

ব্যাক টু ব্যাক সেঞ্চুরিয়ানের খাতায় নাম লেখালেন ইমন

স্পোর্টস ডেস্ক: আগের ম্যাচে তামিম ইকবালের জায়গায় ওপেনিংয়ে সুযোগ পেয়ে ক্যারিয়ারসেরা ম্যাচ খেলেছিলেন পারভেজ হোসেন ইমন। ১২৯ বলে ১৫১ রানের পরে এবার ইমন পেলেন আরো একটি সেঞ্চুরি। এবার সিটি ক্লাবের বিপক্ষে সেঞ্চুরি করে ব্যাক টু ব্যাক সেঞ্চুরিয়ানের খাতায় নাম লেখালেন ২১ বছর বয়সী বাঁহাতি এই ব্যাটসম্যান। 

আরও পড়ুন: জনবল নিয়োগের বিজ্ঞপ্তি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে

রোববার (১৭ মার্চ) ডিপিএলের ম্যাচে প্রাইম ব্যাংকের হয়ে সিটি ক্লাবের বিপক্ষে ওপেনিংয়ে নামেন তামিম ইকবাল ও পারভেজ হোসেন ইমন। মাত্র ৬ রান করেই সাজঘরে ফেরেন প্রাইম ব্যাংক অধিনায়ক তামিম। তবে একপ্রান্ত আগলে রেখে সেঞ্চুরি করেন ইমন।

 

দলীয় ১৩ রানে তামিম ফেরার পরে জাকির হাসান ও ইমন মিলে প্রাইম ব্যাংকের রান এগিয়ে নেন। ৭৭ বলে ৭৯ রান করে জাকির আউট হলেও উইকেটে টিকে থাকেন ইমন। ১১৩ বল থেকে ৫টি করে চার ও ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি তুলে নেন তিনি। তবে সেঞ্চুরির পরের বলেই ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন এই ওপেনার।
 
প্রাইম ব্যাংকের হয়ে আগের ম্যাচের আরেক সেঞ্চুরিয়ান শাহাদত হোসেন দিপু এ দিন উইকেটে আসেন মিডলঅর্ডারে। ৩ বল খেলে ১ রান করে মেহেদী হাসানের বলে বোল্ড হন তিনি। দলের রান এগিয়ে নেওয়ার পেছনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন মোহাম্মদ মিঠুন। ২৯ বলে ৪২ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। সবমিলিয়ে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে প্রাইম ব্যাংকের দলীয় সংগ্রহ দাঁড়ায় ৩০৫ রানে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে