স্পোর্টস ডেস্ক : শনিবার এফএ কাপের কোয়ার্টার ফাইনালে নিউক্যাসলকে ২-০ গোলে হারিয়ে ম্যানসিটি গড়েছে ইতিহাস। এফএ কাপের ১৫৩ বছরের ইতিহাসে প্রথম দল হিসাবে টানা ছয়বার সেমিফাইনালে উঠল সিটি।
ঘরের মাঠে পারফরম্যান্স খুব ক্ষুরধার না হলেও জিততে বেগ পেতে হয়নি পেপ গার্দিওলার দলকে। দুটি গোলই করেন বের্নার্দো সিলভা। দুটিই প্রথমার্ধে।
একই দিনে বুন্দেসলিগায় অভিষেক মৌসুমে সবচেয়ে বেশি ৩১ গোলের নতুন রেকর্ড গড়েছেন বায়ার্ন মিউনিখের ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেইন। ডার্মস্টাডের বিপক্ষে বায়ার্নের ৫-২ ব্যবধানের জয়ে রেকর্ড গড়া গোলটি করেন কেইন।
বুন্দেসলিগায় ২৬ ম্যাচে তার গোল হলো ৩১টি। কেইন ভেঙেছেন ৬০ বছর আগে বুন্দেসলিগা অভিষেকে জার্মান কিংবদন্তি উয়ে সিলারের গড়া ৩০ গোলের রেকর্ড।
এদিকে লা লিগায় ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে ওসাসুনাকে ৪-২ ব্যবধানে হারিয়ে শিরোপা দৌড়ে ১০ পয়েন্টের ব্যবধানে এগিয়ে গেছে রিয়াল মাদ্রিদ।