সোমবার, ১৮ মার্চ, ২০২৪, ০৯:১২:৫৬

মুশফিকের এমন ‘হেলমেট’ উদযাপন নিয়ে যা জানলেন শান্ত

মুশফিকের এমন ‘হেলমেট’ উদযাপন নিয়ে যা জানলেন শান্ত

স্পোর্টস ডেস্ক : গেল ওয়ানডে বিশ্বকাপে সাকিব আল হাসানের আবেদনের ভিত্তিতে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার টাইমড আউটের বিরল নজির দেখা গিয়েছিল। ভুক্তভোগী ক্রিকেটার ছিলেন লঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস। 

সেই ঘটনার পর বিষয়টি নিয়ে দুই দলের মধ্যে উত্তাপ-উত্তেজনা বহুগুণে বেড়েছে। চলমান বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজেও দেখা গেছে টাইমড আউটের সেই রেশ। টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর পুরো লঙ্কান দল সেই টাইমড আউট উদযাপনে মেতেছিল।

এবার শ্রীলঙ্কাকে ওয়ানডে সিরিজ হারিয়ে মুশফিকুর রহিমকে দেখা গেল ভিন্ন উদযাপন করতে। হাতে হেলমেট নিয়ে ম্যাথিউসের সেই দাঁড়িয়ে থাকার ভঙ্গিমা করতে দেখা যায় তাকে। যা নিয়ে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় পক্ষে-বিপক্ষে কথা হচ্ছে। সংবাদ সম্মেলনে এমন উদযাপনের কারণ সম্পর্কে জানতে চাওয়া হয় অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কাছে।

জবাবে শান্ত বলেন, ‘না আমরা শুধু উদযাপন করেছি। আমাদের মনমতো উদযাপন করেছি। মনে যেটা আসছে সেটা করেছি। সিরিজ জেতার পর স্বাভাবিকভাবে উদযাপন হবে। মুশফিক ভাই বিশেষ করে তিনটা ম্যাচে যেরকম এফোর্ট দিয়েছেন এবং বিশেষ করে আজকের ইনিংসটা অন্যতম সেরা ইনিংস আমার মনে হয় উনার অনেকগুলা ইনিংসের মধ্যে, এই তো।’

সিরিজ জয় নিয়ে শান্ত বলেন, ‘হ্যাঁ অনেক কিছু পেয়েছি। কিছু কিছু জায়গায় দক্ষতার উন্নতির জায়গা আছে। আজকের ম্যাচটা হয়ত আরও ভালোভাবে জিততে পারতাম। দিনশেষে খেলাটা জিততে পেরেছি খুশি। সামনে যখন আবার সিরিজ খেলতে আসব তখন আরও সুন্দরভাবে প্ল্যান করে কীভাবে আরও ভালো ক্রিকেট খেলতে পারি সেটা প্ল্যান করতে হবে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে