মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ১২:০০:৩৭

এমন জয়ে যাকে অনেক কৃতিত্ব দিলেন অধিনায়ক শান্ত

এমন জয়ে যাকে অনেক কৃতিত্ব দিলেন অধিনায়ক শান্ত

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার রান তাড়ায় ভালো শুরুর পরও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মেহেদী মিরাজ যখন আউট হয়ে ফিরছেন, তখন ক্রিজে আছেন কেবল মুশফিকুর রহিম। 

অথচ জয় পেতে ৪ উইকেটে স্বাগতিকদের আরও ৫৮ রান প্রয়োজন। এরপর ঝোড়ো ব্যাটিংয়ে আর মুশফিককেও ভাবতেও দেননি রিশাদ হোসেন। মাত্র ১৮ বল মোকাবিলায় তিনি ৪৮ রান করেন। যা দেখে ব্যাটার রিশাদের প্রশংসা করেছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

সংবাদ সম্মেলনে রিশাদের ঝোড়ো ইনিংস নিয়ে শান্ত বলেন, ‘প্রথমে তো বোলিংটা খুবই গুরুত্বপূর্ণ। লেগ স্পিনার আমাদের নাই, ওর যদি গত নিউজিল্যান্ড সিরিজ থেকে দেখা হয় আমার মনে হয় ভালো বোলিং করেছে। 

সাথে ব্যাটিংটাও নিউজিল্যান্ড সিরিজে যেরকম ছিল, সেখান থেকে আরও উন্নতি করেছে মনে হয়। তবুও অনেক উন্নতির জায়গা আছে। ওটা নিয়ে কাজও করছে। অবশ্যই অনেক খুশি। এরকম প্লেয়ার দলে থাকলে তো অবশ্যই ক্যাপ্টেনের জন্য অনেক সহজ হয়।’

এছাড়া রিশাদের ফিল্ডিংয়ের প্রশংসাও করেন শান্ত, তবে এখনই ব্যাটিং নিয়ে আনন্দে আত্মহারা না হতেও পরামর্শ দিলেন টাইগার অধিনায়ক, ‘আমার মনে হয় সে খুব ভালো ফিল্ডার। 

ব্যাটিংটা উন্নত হচ্ছে আস্তে আস্তে। বোলিংটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। আজকেও মাঝে গুরুত্বপূর্ণ একটা উইকেট এনে দিয়েছে। এটা অবশ্যই দলের জন্য ভালো। তবুও এখনই খুব বেশি এক্সাইটেড হওয়ার প্রয়োজন নাই। অনেক উন্নতির জায়গা আছে।’

ম্যাচটিতে বাংলাদেশি ব্যাটাররা শেষদিকে ঝড় তুললেও, জয়ের পথটা সহজ হয়ে ওঠে বোলারদের কল্যাণে। বিশেষ করে পেসাররা নতুন বলে দ্রুত উইকেট তুলে নিয়ে বড় জুটি গড়তে দেননি লঙ্কানদের। 

বোলারদের সেই কৃতিত্ব দিয়ে শান্ত বলেন, ‘আমার মনে হয় না এই উইকেটে এর চেয়ে দ্রুত আউট করা যেত। খুবই ভালো বোলিং করেছে বোলাররা। ২৩৬ (রানে) আমরা আটকাইসি ওদের। 

তাসকিন, শরিফুল, ফিজ, মিরাজ, রিশাদ প্রত্যেকটা বোলারই খুবই ভালো বোলিং করেছে। উইকেটে শুরুতে একটুখানি সাহায্য ছিল, পেসাররা সেটা কাজে লাগিয়েছে। টার্গেট যা দিয়েছে আমাদের এটা তাড়া করার মতোই ছিল।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে