স্পোর্টস ডেস্ক : আগের ম্যাচেই দারুণ এক অর্ধশতক ছিল সৌম্য সরকারের। সিরিজ নির্ধারণী ম্যাচে তাকে নিয়ে প্রত্যাশার পারদ ওপরেই ছিল বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের।
কিন্তু গতকাল (সোমবার) সিরিজ নির্ধারণী ম্যাচে ব্যাট করতে পারেননি সৌম্য সরকার। বাংলাদেশের ফিল্ডিং ইনিংসের একেবারে শেষদিকে মাঠে বল ঠেকাতে গিয়ে পড়ে যান বাউন্ডারি লাইনে।
এরপর চোট লাগে পায়ে পরে জানা যায় চোট লেগেছিল ঘাড়েও। যে কারণে ব্যাট হাতে মাঠেই নামতে পারেননি সৌম্য। ফলে তার বদলে নতুন করে কনকাশন সাব হিসেবে ওপেনিং করেন তানজিদ হাসান তামিম। আর নেমেই বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন এই তরুণ। খেলেছেন ৮৪ রানের কার্যকরী এক ইনিংস।
ম্যাচ শেষে সৌম্যের বদলে তামিমের মাঠে নামা নিয়ে লঙ্কানদের সহকারী কোচ নাভিদ নেওয়াজ আপত্তি তুলেছেন এই কানকাশন সাব নিয়ে। খানিকটা বিষ্ময়ের সুরেই বললেন, 'কনকাশন সাব দেখে আমরা খুবই অবাক হয়েছি। আমরা ফুটেজ দেখেছি। সে বল ধরার জন্য ডাইভ দেয়। মাথায় চোট লাগার মতো কিছু দেখিনি। তবে ম্যাচ অফিসিয়ালদের সিদ্ধান্তকে তো সম্মান জানাতে হবে।'
এদিকে সৌম্যের অবস্থা নিয়ে ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ। জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান বলেন, 'সৌম্য বাউন্ডারি বাঁচানোর চেষ্টা করতে গিয়ে পড়ে যায় এবং বিজ্ঞাপনের বিলবোর্ডে ধাক্কা খায়। তার মাথা এ সময় মাটিতে আঘাত পায় এবং কাঁধেও জোরে চোট লাগে। এরপর তার মাথাব্যথা শুরু হয় এবং দেখতে সমস্যা হচ্ছিল। সে মাঠ ছাড়ার পরপরই এসসিএটি৫ করানো হয়েছে। তার হাঁটুতেও চোট পেয়েছে।'
সুযোগ পেয়েই ওপেনিংয়ে নেমে তামিম করেন ৮৪ রান। সেই বিষয় নিয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, 'খুবই ভালো আমার মনে হয়। ইনিংসটা যেভাবে শুরু করেছে আমার মনে হয়। যতক্ষণ পর্যন্ত ব্যাটিং করেছে বিশেষ করে মাঝের ওভারে কিছু ওভারে খুবই ভালো ব্যাটিং করেছে। তবে যেভাবে আউট হয়েছে সেটা নিয়ে খুশি ছিলাম না কারণ সেট ব্যাটার উইকেটে খেলাটা শেষ করে আসতে পারলে ভালো হয়।’
তানজিদকে নিয়ে এমন কথার পেছনের কারণটাও ব্যাখ্যা করেছেন শান্ত, ‘কারণ কেউ ৮০ করেছে, ১০০ করেছে, এটা আসলে ম্যাটার করে না যতক্ষণ না দল জয় পাচ্ছে। গুরুত্বপূর্ণ হল যে রানটা কতটা দলের সাহায্য করতেসে। অবশ্যই শুরুতে ভালো ব্যাটিং করেছে। তবে খেলাটা শেষ করা উচিত ছিল।'