বুধবার, ২০ মার্চ, ২০২৪, ১২:১৯:০৩

এক অনন্য রেকর্ড করলেন বাবর আজম

এক অনন্য রেকর্ড করলেন বাবর আজম

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পরপর তিন মৌসুমে সবচেয়ে বেশি রান করেছেন বাবর আজম। দেশের ক্রিকেট লিগে পরপর তিন মৌসুমে সবচেয়ে বেশি রান করার নজির আর কোনো ক্রিকেটারের নেই।

এ বছর পাকিস্তান সুপার লিগে পেশোয়ার জালমির হয়ে এক সেঞ্চুরি আর ৫টি ফিফটির সাহায্যে ১১ ম্যাচে ৫৬৯ রান করেছেন বাবর। পাকিস্তান সুপার লিগের এক মৌসুমে দ্বিতীয় সর্বাধিক রান করেছেন বাবর।

এর আগে ২০২২ সালে লাহোর কালান্দার্সের হয়ে ১৩ ম্যাচে ৫৮৮ রান করেছিলেন ফখর জামান। সেটিই এখন পর্যন্ত পাকিস্তান সুপার লিগে এক মৌসুমে কোনো ব্যাটসম্যানের করা সর্বাধিক রান।

এ মৌসুমের আগে ২০২০ ও ২০২১ সালে পাকিস্তান সুপার লিগেও সবচেয়ে বেশি রান করেছিলেন বাবর। দুই বছরই করাচি কিংসের হয়ে খেলেছিলেন বাবর।

২০২০ সালে ১২ ম্যাচে ৪৭৩ আর আর ২০২১ সালে ১১ ম্যাচে ৫৫৪ রান করেছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। এ মৌসুমে পাকিস্তান সুপার লিগে ৩০০০ রানও হয়ে গেছে বাবরের। 

প্রথম ক্রিকেটার হিসাবে এই কীর্তিও গড়েছেন তিনি। টি-টোয়েন্টিতে সব মিলিয়ে ১০,০০০ রান হয়েছে বাবর আজমে। সবচেয়ে দ্রুত ১০,০০০ রান করেছেন তিনি। ২৯০টি টি-টোয়েন্টি ম্যাচে তার সংগ্রহ ১০ হাজার ৪৯৫ রান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে