বুধবার, ২০ মার্চ, ২০২৪, ০৭:৩০:২৪

দুঃসংবাদ পেলেন সাকিব আল হাসান

দুঃসংবাদ পেলেন সাকিব আল হাসান

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে দারুণ অবদান রেখেছিলেন বোলাররা। বিশেষ করে পেসাররা নতুন বল ও ডেথ ওভারের পাশাপাশি দারুণ বোলিং করে জুটি ভেঙেছেন মাঝের ওভারেও। 

ভালো পারফরম্যান্সের প্রভাব পড়েছে সদ্য প্রকাশিত আইসিসির ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়েও। বড় লাফ দিয়েছেন দুই পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। তবে বিশ্বকাপের পর থেকেই আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা সাকিব আল হাসানের অবনতি হয়েছে।

সদ্য প্রকাশিত আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে শরিফুল, তাসকিন, শান্তদের উন্নতি হলেও পিছিয়েছেন সাকিব।  শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ৫ উইকেট শিকার করেই র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন শরিফুল ইসলাম।

ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ১১ ধাপ এগিয়ে ২৪ নম্বরে উঠে এসেছেন এই বাঁহাতি পেসার। এই সংস্করণে বাংলাদশি বোলারদের মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে আছেন শরিফুলই।

শরিফুলের চেয়েও বড় লাফ দিয়েছেন তাসকিন আহমেদ। শ্রীলঙ্কা সিরিজে বাংলাদশের বোলারদের মধ্যে সবচেয়ে বেশি ৮ উইকেট শিকার করেছিলেন তাসকিনই। যার ফলে ২৭ ধাপ এগিয়েছেন তিনি। নতুন র‍্যাঙ্কিংয়ে ৪২ নম্বরে আছেন তিনি। দুই পেসারের সঙ্গে এগিয়েছেন অফস্পিনার মেহেদী হাসান মিরাজও। ১২ ধাপ এগিয়ে ৩২ নম্বরে উঠেছেন মিরাজ।

বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পর আর আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি সাকিব। তার প্রভাব পড়ছে র‍্যাঙ্কিংয়েও। ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৭ ধাপ পিছিয়েছেন সাকিব, নেমে গেছেন ৩১ নম্বরে। ওয়ানডে অলরাউন্ডারদের দ্বিতীয় স্থান অবশ্য ধরে রাখতে পেরেছেন এই সপ্তাহেও।

শ্রীলঙ্কা সিরিজ দুই হাত ভরে দিয়েছে ব্যাটারদেরও। এই সিরিজে তিন ম্যাচে ১৩৫ গড়ে ১৩৫ রান করে ৬ ধাপ এগিয়েছেন মুশফিকুর রহিম। উঠে এসেছেন ২৬ নম্বরে। টাইগারদের অধিনায়ক নাজমুল হোসেন শান্তরও উন্নতি হয়েছে। ১০ ধাপ এগিয়ে ৩৯ নম্বরে উঠেছেন তিনি। ১২ ধাপ এগিয়ে তাওহীদ হৃদয় আছেন ৭৬ নম্বরে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে