স্পোর্টস ডেস্ক : সেই ২০০৮ সালে আইপিএলের প্রথম মৌসুম থেকে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। মাঝখানে ২০২২ সালে কেবল আট ম্যাচের জন্য দায়িত্ব ছেড়েছিলেন রবীন্দ্র জাদেজাকে। পরে আবার অধিনায়কত্ব নিয়ে গত বছর চেন্নাইকে জিতিয়েছেন আইপিএলের পঞ্চম শিরোপা। মুম্বাই ইন্ডিয়ানসের সঙ্গে যা যৌথ সর্বোচ্চ।
তবে এবারের আইপিএলের শুরুতে ধোনি আবারও অধিনায়কত্ব থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন, দায়িত্ব তুলে দিয়েছেন ঋতুরাজ গায়কোয়ারকে। তবে প্রশ্ন জেগেছে, হঠাৎ কেন এমন কঠিন সিদ্ধান্ত নিলেন ধোনি!
গত বছর পঞ্চম শিরোপাই ধোনির আইপিএল ক্যারিয়ারের শেষ বলে ধরে নেওয়া হয়েছিল। টুর্নামেন্টজুড়ে চোটের সঙ্গেও লড়েছেন তিনি। ফাইনালের পর তাঁর হাঁটুতে অস্ত্রোপচারও হয়েছে।
তবু ধোনি পরের আসরে খেলার সম্ভাবনা জিইয়ে রেখেছিলেন। মাসখানেক আগে তিনি অনুশীলনেও ফেরেন। আইপিএলে ২১২ ম্যাচে চেন্নাইকে নেতৃত্ব দিয়েছেন ধোনি। এই সময়ে ১২৮ জয়ের বিপরীতে ৮২ হার চেন্নাইয়ের, ঝুলিতে উঠেছে পাঁচটি শিরোপা।
চেন্নাইয়ের দুই বছর নিষেধাজ্ঞার সময় রাইজিং পুনে সুপার জায়ান্টেরও অধিনায়কত্ব করেছেন তিনি।
২০২১ আইপিলে টুর্নামেন্ট সর্বোচ্চ ৬৩৫ রান করা ঋতুরাজ এ পর্যন্ত চেন্নাইয়ের সবচেয়ে ধারাবাহিক পারফরমার। ধোনির পর তাঁর দায়িত্ব নেওয়াটা তাই অনুমিতই ছিল। ক্রিকইনফো