শুক্রবার, ২২ মার্চ, ২০২৪, ১১:০৬:৪৬

ফিজ তাণ্ডবে ধস নামে বেঙ্গালুরুর টপঅর্ডার

ফিজ তাণ্ডবে ধস নামে বেঙ্গালুরুর টপঅর্ডার

স্পোর্টস ডেস্ক: চেন্নাই সুপার কিংসের জার্সিতে আইপিএল অভিষেকেই স্বপ্নের মতো শুরু টাইগার পেসার মুস্তাফিজুর রহমানের। নিজের প্রথম ১০ ডেলিভারিতেই শিকার করেছেন ৪ উইকেট। ফিজ তাণ্ডবে ধস নামে বেঙ্গালুরুর টপঅর্ডারে। একে একে ফিরিয়েছেন ফ্যাফ ডু প্লেসি, রজত পতিদার, বিরাট কোহলি ও ক্যামরুন গ্রিনদের।

আগুনঝরানো বোলিংয়ের দিনে মাইলফলকও স্পর্শ করেছেন মুস্তাফিজ। জাতীয় দল সতীর্থ বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে আইপিএলে ৫০ উইকেটের ক্লাবে নিজের নাম লেখালেন ফিজ। 

এছাড়া আজ নিজের কোটার শেষ ওভারে কিছুটা খরুচে হলেও ৪ ওভার বল করে ৭.২৫ ইকোনমিতে রান দিয়েছেন ২৯। উইকেট শিকার করেছেন ৪টি। আইপিএলে যা নিজের সেরা বোলিং ফিগার।

২০১৬ আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদে নাম লেখানোর পর প্রায় সব আসরেই ছিলেন মুস্তাফিজ। হায়দরবাদের পর খেলেছেন মুম্বাই, রাজস্থান ও দিল্লি ঘুরে সর্বশেষ এবার চেন্নাইতে নাম লিখিয়েছেন।

সাম্প্রতিক ফর্মটা ভালো যাচ্ছিল না মুস্তাফিজের। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজেও ছিলেন নিজের ছায়া হয়ে। তিন টি-টি-টোয়েন্টিতে শিকার করেছেন মোটে ২ উইকেট। পরে ওয়ানডে দল থেকে বাদও পড়েছিলেন প্রথম দুই ম্যাচে। আইপিএলে পুরনো সেই ফিজকেই যেন আবারও দেখল তার সমর্থকরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে