স্পোর্টস ডেস্ক : ডিপিএলে মেজাজ হারালেন তামিম ইকবাল। নিয়মর্হিভূত আবদার মেনে না নেয়ায় আম্পায়ারের সঙ্গে করেছেন দুর্ব্যবহার। সহজ ক্যাচ মিস করায় মাঠে গালিগালাজ করেছেন সতীর্থকে।
এদিকে, তামিমের তিক্ত অভিজ্ঞতার দিনে ম্যাচে বৃষ্টি আইনে মোহামেডানের কাছে ১ উইকেটে হেরেছে প্রাইম ব্যাংক। আম্পায়ারদের সঙ্গে বাকবিতন্ডায় জড়ান তামিম।
জাতীয় দলে খেলা নিয়ে গড়িমশি, কিংবা সাকিবের মতো শোরুম উদ্বোধন। বেশকিছুদিন ধরেই একের পর এক আলোচনা-সমালোচনা জন্ম দিচ্ছেন টাইগারদের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এবার ডিপিএলে ঘটালেন এক অন্যরকম ঘটনা। ভিন্ন এক কারণে মাঠে আম্পায়ারদের সঙ্গে জড়ালেন বাকবিতন্ডায়।
প্রিমিয়ার লিগে বুধবার (২৭ মার্চ) প্রাইম ব্যাংক মুখোমুখি হয়েছিলো মোহামেডেনের। ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছে দুই ওপেনার তামিম ও পারভেজ হোসেন ইমন। ১৪৭ বলে গড়েন ১২২ রানের পার্টনারশিপ।
পরে তামিম ৬৫ করে ফিরে গেলেও একটা প্রান্ত ধরে রাখেন পারভেজ ইমন। আর তাকে ডাগ আউট থেকে বারবার উৎসাহ দিয়েছেন তামিম ইকবাল। তবে, ইমন যখন সেঞ্চুরির দারপ্রান্তে তখনই বাধে বিপত্তি। অনেকক্ষণ ব্যাটিং করার কারণে ক্লান্ত হয়ে যান ইমন।
তার জন্য মাঠে চেয়ার নিয়ে ঢুকতে চায় একাদশের বাইরে থাকা ক্রিকেটাররা। তবে, বাধা দেন আম্পায়ার। পরে তামিম নিজে চলে যান মাঠে, বেশকিছুক্ষণ তর্ক করেন অনফিল্ড আম্পায়ারদের সঙ্গে।
তার কাছে জানতে চান, কোথায় লেখা আছে মাঠে চেয়ার নিয়ে ঢোকা যাবে না। পরে কোচ সালাউদ্দিন গিয়ে পরিস্থিতির সামাল দেন। শুধু তাই নয়, ফিল্ডিংয়ে এক সতীর্থ সহজ ক্যাচ মিস করায় তাকে গালিগালাজ করেন প্রাইম ব্যাংক অধিনায়ক।
ব্যাটিংয়ে ২৮০ রানে টার্গেট ছুড়ে দিয়ে দ্বিতীয় ইনিংসে তামিমের দল ১৫ রানের মধ্যেই তিন উইকেট শিকার করলেও, মাহিদুল ইসলাম অঙ্কন ও আরিফুল ইসলামের ১২১ রানের জুটিতে ম্যাচটা হাতছাড়া হতে শুরু করে প্রাইম ব্যাংকের।
এরপর এই দুই ব্যাটার আউট হওয়ায় কিছুটা চাপে পড়লেও মাহমুদউল্লাহ ও আবু হায়দার রনির ৮৫ রানের পার্টানারশিপ সাদা কালোদের জয়ের সম্ভাবনা দেখায়। পরে কামরুল ইসলাম রাব্বি ২৮ রানে অপরাজিত থেকে বৃষ্টি আইনে দলকে ১ উইকেটের জয় এনে দেয়। এবারের মৌসুমে ম্যাচে ৪ জয় ২ হারে এখন টেবিলের চতুর্থস্থানে তামিমের প্রাইম ব্যাংক।