স্পোর্টস ডেস্ক : সাকিব আল হাসান চট্টগ্রাম টেস্ট খেলবেন। শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে, টি-টোয়েন্টি আর দুই টেস্টের সিরিজ থেকে ছুটি নিলেও শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদলে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে রাজি হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার।
৩০ মার্চ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট শুরু। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামে দলের সাথে যোগ দিয়েছেন ‘চ্যাম্পিয়ন অলরাউন্ডার’ সাকিব। সকাল ১১টায় একটি অনুষ্ঠানে অংশ নিয়ে সোজা বিমানবন্দর, সেখান থেকে চট্টগ্রাম রেডিসন ব্লুতে’তে গিয়ে দলের সঙ্গে যোগ দেওয়া আর তার পরপরই বেলা ২টায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গিয়ে দুপুরে অনুশীলনে নেমে পড়া। আজ শুক্রবারও গভীর মনোযোগ দিয়ে অনুশীলন করেছেন সাকিব।
বিশ্বসেরা অলরাউন্ডারকে পেয়ে খুশি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চন্ডিকা হাথুরুসিংহের অবর্তমানে প্রধান কোচের দায়িত্বে থাকা নিক পোথাসও সাকিবকে দলে পেয়ে সন্তুষ্ট।
সাকিব যোগ দেওয়ায় একটা ইতিবাচক প্রভাব পড়েছে দলে, তা জানিয়ে পোথাস বলেন, ‘সাকিবকে স্কোয়াডে পাওয়া সত্যিই সৌভাগ্যের বিষয়। তাকে ড্রেসিংরুমে ফিরে পেয়ে খুবই ভালো লাগছে।’
সাকিবের অভিজ্ঞতা বেশ গুরুত্বপূর্ণ বলে মনে হয় টাইগার ভারপ্রাপ্ত প্রধান কোচের, ‘সাকিব তার অভিজ্ঞতা দলকে নিংড়ে দেয়। ছেলেরা তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারে। তাই তাকে ফিরে পেয়ে আমরা খুবই খুশি।’
খেলায় না থাকলেও প্রচুর ফিজিক্যাল ট্রেনিং করে সাকিব তার ওজন কমিয়েছেন কিছুটা। ঢাকা প্রিমিয়ার লিগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে তিন-তিনটি ম্যাচ খেলে নিজেকে মোটামুটি প্রস্তুতও করেছেন। সেই খেলাগুলোয় সাকিবের পারফরম্যান্স পাখির চোখে পরখ করেছেন পোথাস।
তাই মুখে এমন কথা, ‘সাকিবকে দেখে মনে হচ্ছে ওজন কমিয়েছে। বিপিএলে ভালো খেলেছে, ডিপিএলে দারুণ শুরু করেছে। সে হাসিখুশি আছে এবং এমন সাকিবকেই আপনি দেখতে চাইবেন।’
প্রায় এক বছর টেস্টে নেই। এবারও পুরো সিরিজে বাইরে থেকে নামছেন শেষ টেস্টে। সাকিব কি নিজেকে মানিয়ে নিতে পারবেন? কিছু প্রশ্ন উঠেছে। তা অবশ্য উড়িয়ে দিয়েছেন পোথাস।
তার কথা, ‘এত বছর ধরে সে একজন পেশাদার ক্রিকেটার। সে জানে সে কী করেছে এবং কী করেনি। সে কন্ডিশনে মানিয়ে নেবে। এ কারণেই সে ওয়ার্ল্ড-ক্লাস ক্রিকেটার।’