শনিবার, ০৬ এপ্রিল, ২০২৪, ০৭:৫৩:২৩

গুরুতর অভিযোগ মেসির বিরুদ্ধে!

 গুরুতর অভিযোগ  মেসির বিরুদ্ধে!

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসিকে ছাড়া ইন্টার মায়ামির সময়টা খুব একটা ভাল কাটছে না। এমএলএসে নিজেদের খেলায় তো রীতিমত বিধ্বস্ত হতে হয়েছে তাদের। 

এর বাইরে মহাদেশীয় প্রতিযোগিতা কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপেও মেক্সিকান ক্লাব মন্টেরেরির কাছে ধরাশায়ী হতে হয়েছে তাদের। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচে ২-১ গোলে হেরে গিয়েছে লিওনেল মেসির দল। 

কিন্তু আপাতত মেসির জন্য খবর এটি নয়। ইনজুরি জর্জর মেসি মাঠে এসে ম্যাচের দিন এরচেয়ে বড় কাণ্ড ঘটিয়েছেন। ম্যাচের উত্তেজনায় মেজাজ হারিয়ে মেসি নাকি চলে গিয়েছিলেন প্রতিপক্ষ মন্টেরির ড্রেসিংরুমে। সেখানে আবার চিৎকার চেচামেচিও করে এসেছেন আর্জেন্টাইন মহাতারকা। এবিষয়ে কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েছে মন্টেরেরি ক্লাব কর্তৃপক্ষ। 

ঘটনার সূত্রপাত ধরা হচ্ছে  ম্যাচের আগে মন্টেরে কোচ ফার্নান্দো অর্টিজের করা একটি মন্তব্যকে ঘিরে। মেক্সিকান ক্লাবের কোচের কথার কারণেই নাকি মাঠে এমন কাণ্ড করে বসেন মেসি।

কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের ম্যাচের আগে মন্টেরেরির কোচ বলেছিলেন, ‘আমি আশা করি ছেলেরা বুঝবে যে এটা আরেকটি খেলা। তারা বুঝবে যে মেসিও শুধু আরেকজন খেলোয়াড়। কারণ তখনি অন্যান্য বিষয় সামনে আসতে শুরু করে। রেফারি, ম্যাচের কাঠামো এবং সমর্থক… মাঠে আর মাঠের বাইরের সব সিদ্ধান্তই তখন মেসির পক্ষেই যায়।’ 

এমএলএসে কলোরাডোর বিপক্ষে ম্যাচের আগে ইন্টার মায়ামির সহকারী কোচ জাভি মোরালেসকে অনেকটা সময় ধরে এসব প্রশ্নেরই উত্তর দিতে হলো, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটি মাঠেই ঘটেছে। যেটি হলো কাপ ম্যাচটি। এসব ম্যাচ কী ধরনের হয় আমরা জানি। এগুলো অনেক আগ্রাসী মনোভাব নিয়ে খেলা হয়। সত্যি কথা হচ্ছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা মাঠেই হয়ে থাকে।’ 

সরাসরি না বললেও এরপর মায়ামির সহকারী মোরালেস দায় চাপালেন মন্টেরেরি কোচের দিকেই, ‘বিশ্ব ফুটবলে ব্যাপারগুলো কেমন হয় আমরা জানি। এখানে সব ধরনের মত থাকে। যে যা বলে, সেটার দায় তারই।’

এদিকে আগামীকালের ম্যাচে মেসিকে পাওয়ার ব্যাপারে আশাবাদ জানিয়েছেন জাভি মোরালেস। সংবাদ সম্মেলনে বলেন, ‘সে ধীরে ধীরে প্রস্তুত হচ্ছে। আমরা দেখব আজ সে কেমন বোধ করে, এরপর শনিবারের (বাংলাদেশ সময় রোববার ভোরে) ম্যাচ নিয়ে সিদ্ধান্ত নেব। সেই ফিজিওর সঙ্গে এবং মাঠে প্রতিদিন অনুশীলন করছে। কখনো কখনো বিষয়টা নির্ভর করে সে কেমন বোধ করছে তার ওপর। সে অনুশীলন চালিয়ে যাচ্ছে।’ 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে