শনিবার, ১১ মে, ২০২৪, ০৫:৪৮:৪২

সাকিবের দরকার আর মাত্র ৩, হবে যে অনন্য রেকর্ড

সাকিবের দরকার আর মাত্র ৩, হবে যে অনন্য রেকর্ড

স্পোর্টস ডেস্ক : এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সাকিব আল হাসানের খেলা বলতে গেলে নিশ্চিতই। এই আসরে অনন্য একটি রেকর্ড হাতছানি দিয়ে ডাকছে তাকে। ৩টি উইকেট নিলেই বিশ্বসেরা অলরাউন্ডার সে রেকর্ড গড়ে ফেলবেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপে সাকিব আল হাসানের উইকেটসংখ্যা এখন ৪৭টি। অর্থাৎ আর ৩টি উইকেট নিতে পারলে অর্ধশত উইকেট হবে তার। ৩ উইকেট নিতে পারলে প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে সাকিব ৫০ উইকেটের মালিক হবেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ পাঁচ উইকেটশিকারিদের মধ্যে যারা রয়েছেন, তারা সবাই অবসর নিয়ে ফেলেছেন। ৩৯ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা শহীদ আফ্রিদি শেষবার বিশ্বকাপ খেলেছেন ২০১৬ সালে, তিনি অবসর নিয়েছেন আরও বছর পাঁচেক আগে। ৩৮ উইকেট শিকারি লাসিথ মালিঙ্গাও অবসর নিয়েছেন। সেরা পাঁচে থাকা বাকি দুজন হলেন- সৈয়দ আজমল (৩৬) ও অজন্তা মেন্ডিস (৩৫)।

অর্থাৎ সেরা পাঁচের কারো দ্বারাই টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫০ উইকেট শিকার সম্ভব নয়। যার দ্বারা সম্ভব, সেই ওয়ানিন্দু হাসারাঙ্গার ৩১ উইকেট নিয়ে আছেন তালিকার ৮ নম্বরে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে