বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ১২:৪৭:৩০

সাকিব কত নম্বরে ব্যাটিং করলে ভয়ঙ্কর হয়ে উঠেন?

সাকিব কত নম্বরে ব্যাটিং করলে ভয়ঙ্কর হয়ে উঠেন?

স্পোর্টস ডেস্ক : গত ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশি ব্যাটারদের কোনো নির্দিষ্ট ব্যাটিং পজিশন ছিল না। যা নিয়ে সে সময় বেশ সমালোচনাও করেছিল ধারাভাষ্যকার থেকে শুরু করে বিশেষজ্ঞরা। মূলত টপ অর্ডার ব্যাটারদের ফর্মহীনতার কারণেই এই পথে হাঁটতে হয়েছিল টাইগারদের। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেও বাংলাদেশের দুশ্চিন্তার নাম ব্যাটিং। বিশেষ করে টপ অর্ডার ক্রমাগত ব্যর্থ হয়েই চলেছে। জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ সিরিজেো ছিল একই চিত্র। তাই ফের ব্যাটিং অর্ডারে আসতে পারে পরিবর্তন।

২০১৯ ওয়ানডে বিশ্বকাপে সাকিব আল হাসান দেখিয়েছিলেন তিন নম্বরে ব্যাট করতে নামলে কতটা ভয়ঙ্কর হতে পারেন তিনি। টপ অর্ডারে ব্যাটিংটা দারুণ উপভোগ করেন তিনি। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পছন্দের তিন নম্বর পজিশনে ব্যাট হাতে নামতে দেখা যেতে পারে সাকিবকে। অন্তত তেমন চিন্তা মাথায় আছে টাইগারদের টিম ম্যানেজমেন্টের। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে এমন ইঙ্গিতই দিয়েছেন টাইগারদের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

টি-টোয়েন্টিতে সাধারণত পাঁচ কিংবা ছয় নম্বরে ব্যাট করতে দেখা যায় সাকিবকে। তবে অতীতে তিন নম্বরে ব্যাট করতে এসে বরাবরই ভালো করেছেন এই অলরাউন্ডার। এই ৩৭ বছর বয়সী তার ১২টি টি-টোয়েন্টি অর্ধশতকের ৭টিই করেছেন তিন নম্বরে ব্যাট করে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারতের বিপক্ষে তিন নম্বরে নেমে অর্ধশতক হাঁকিয়েছিলেন সাকিব।

সবশেষ ১২ মাসে তিন নম্বর পজিশনে অধিনায়ক শান্ত ব্যাট করে আসছেন। কিন্তু এই ২৫ বছর বয়সী অস্ট্রেলিয়ায় গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ওপেনার হিসেবে খেলেছিলেন।

বাংলাদেশের কোচ চন্ডিকা হাথুরুসিংহে গতকাল বুধবার (১৫ মে) বিশ্বকাপ উপলক্ষে দেশ ছাড়ার আগে জানান, টি-টোয়েন্টি বিশ্বকাপে তার দলের কোনো ব্যাটারেরই নির্দিষ্ট কোনো ব্যাটিং পজিশন থাকছে না। একই সময়ে শান্ত জানান, সাকিবকে তিন নম্বরে খেলানোর কথা গুরুত্বের সঙ্গেই ভাবছে তার দল। ক্রিকবাজকে শান্ত এ বিষয়ে বলেন, 'এটা নির্ভর করবে কন্ডিশন এবং প্রতিপক্ষের শক্তির ওপর, কিন্তু এটা(সাকিবকে তিন নম্বরে খেলানো) হতে পারে।'

শান্ত ছাড়াও টপ অর্ডার ব্যাটার হিসেবে লিটন দাস, তানজিদ তামিম ও সৌম্য সরকারকে স্কোয়াডে রাখা হয়েছে। কিন্তু হাথুরুসিংহে তার দলের সকল খেলোয়াড়কেই যে কোনো পজিশনে ব্যাট হাতে নামতে প্রস্তুত থাকতে বলে দিয়েছেন। পিচের অবস্থা ও ম্যাচের গুরুত্বের ওপর নির্ভর করে একাদশ সাজানো হবে বলে তিনি জানান।

হাথুরুসিংহে বলেন, 'হ্যাঁ, টি-টোয়েন্টিতে ব্যাটিং অর্ডার পরিবর্তন হতেই পারে। এটাই ক্রিকেট। আপনি কোথায় ব্যাট করছেন এবং কীভাবে সেরাট দিতে পারেন এটাই একমাত্র দেখার বিষয়।'

গ্রুপ ডি'তে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে আছে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেপাল এবং নেদারল্যান্ডস। ৮ জুন ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে। গত চার বিশ্বকাপেই দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিলেও এখন পর্যন্ত একবারও সেমিফাইনাল খেলতে পারেনি টাইগাররা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরেও টাইগারদের প্রথম লক্ষ্য সুপার এইট বলে জানিয়েছেন হাথুরুসিংহে। তিনি বলেন, 'আমি জানি, দেশের মানুষের প্রত্যাশাটা এখন অনেক উঁচুতে, কারণ আমরা আইসিসির বাইরের ইভেন্টে সাধারণত ভালো ক্রিকেট খেলি এবং এটা এখানেও (উঁচু প্রত্যাশা)।'

বাংলাদেশের স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ  (সহঅধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তানভীর ইসলাম, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।

ট্রাভেলিং রিজার্ভ: হাসান মাহমুদ, আফিফ হোসেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে