মঙ্গলবার, ১১ জুন, ২০২৪, ১১:৩৮:২৩

যেকারণে সাকিব ভাল খেলতে পারছেন না, জানালেন তামিম ইকবাল

যেকারণে সাকিব ভাল খেলতে পারছেন না, জানালেন তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক : ব্যাট হাতে সময়টা বেশ খারাপই যাচ্ছে সাকিব আল হাসানের। চতুর্দিক থেকে ধেয়ে আসছে সমালোচনার স্রোতও। বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে ৮ রানের পর গত রাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাকিব করেন মাত্র ৩ রান। দুই ম্যাচেই শর্ট বলে আউট হন সাকিব।

ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে এই বাঁহাতি ব্যাটারকে তাই শর্ট বলে কাজ করার পরামর্শ দিয়েছেন তামিম ইকবাল। ক্রিকইনফোর এক অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক এই অধিনায়ক বলেন, ‘নর্কিয়া আমাদের সঙ্গে খুব ভালো করেছে। এমনকি আপনি যদি এর আগের টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখেন, সে সবচেয়ে সফল বোলার ছিল আমাদের বিপক্ষে। তার খুব পরিষ্কার পরিকল্পনা আছে শর্ট এবং ব্যাক অব লেংথ বলে।

কিন্তু কোনোভাবে আমরা তাকে সামলানোর উপায় খুঁজে বের করতে পারিনি। আজকেও একই ঘটনা ঘটেছে।’
এদিন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তও নর্কিয়ার শর্ট বলে পুল করতে গিয়ে আউট হন। সাকিবের চোখের সমস্যার কারণে এমনটা হচ্ছে বলে মনে করেন তামিম, ‘সাকিব এবং শান্ত দুজনেই শর্ট বলে আউট হয়েছে।

যেখানে এটা প্রায় অনুমিত ছিল যে, (নর্কিয়া) আপনাকে সেই লেংথে বল করতে যাচ্ছে। সাম্প্রতিককালে সাকিব শর্ট বলে ভুগছে, ওর চোখের সমস্যার পর আমার মনে হয়। এটা এমন এক জিনিস, যেটা নিয়ে তার সত্যিই কাজ করা দরকার।’ এখন পর্যন্ত বিশ্বকাপে বাংলাদেশের সেরা ব্যাটার তাওহিদ হৃদয়। তার প্রশংসাও ঝরেছে তামিমের কণ্ঠে।

তবে শেষ ওভারে ১১ রানের সমীকরণ মেলানোও উচিত ছিল বলে মনে করেন তামিম, ‘শেষ ওভারে ১১ রান দরকার ছিল। দুইটা ফুলটস, আমাদের ওই ফুলটসগুলোতে বাউন্ডারি মারা উচিত ছিল।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে