স্পোর্টস ডেস্ক : চট্টগ্রামে নিয়মিত ম্যাচ খেলতে নামছে বিসিবির এইচপি দল এবং বাংলা টাইগার্স দল। তারই ধারাবাহিকতাই আজ মঙ্গলবার ছিল টি-টোয়েন্টি ম্যাচ। জহুর আহমেদের মাঠে প্রথম টি-টোয়েন্টি এই ম্যাচে ৩২ রানের জয় পেয়েছে টাইগার্স।
প্রথমে ব্যাট করে দলের হয়ে এদিন ফিফটি করেছেন নাঈম শেখ। তবে ইনিংস বড় করতে ব্যর্থ হয়েছেন এনামুল বিজয়। ১২ বলে ১৫ রান করে ফিরেছেন এই ওপেনার।
নাঈম অবশ্য টি-টোয়েন্টি সুলভ ব্যাটিং করতে ব্যর্থ হয়েছেন ৪৮ বলে ৪ বাউন্ডারি ও ১ ছক্কায় করেন ৫৩ রান। টাইগার্স দল মূলত ১৬৬ রানের বড় সংগ্রহ পায় ইয়াসির আলী রাব্বি ও আশিকুর রহমান শিবলির জন্য। দুজনেই করেছেন আক্রমণাত্মক ব্যাটিং। ১৯ বলে ৪ বাউন্ডারি ও ১ ছক্কায় ৩৪ রান করেছেন রাব্বি। শিবলি অপরাজিত ছিলেন ১৭ বলে ৩৬ রান করে।
এইচপির হয়ে ৩ ওভারে ২৬ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন ওয়াসি সিদ্দীকি। ১টি করে উইকেট শিকার করেছেন রুয়েল, আলিস ও মাহফুজুর রহমান রাব্বি। জবাবে ব্যাট করতে নেমে জিসান আলম ভালো শুরু করলেও দ্রুত প্যাভিলিয়নে ফেরেন তানজিদ হাসান তামিম। নাসুমের বলে আউট হওয়ার আগে ১১ বলে করেন ৭ রান। জিসান আউট হওয়ার আগে করেন ১৮ বলে ২৬ রান। দ্রুত ফিরেছেন হাবিবুর রহমান সোহানও।
তিন উইকেট হারানোর পর দায়িত্ব নেন আফিফ হোসেন ধ্রুব। ৪০ বলে তার ৩৭ রানের ইনিংস খেলেন তিনি। পরে আকবর আলী-শামীম হোসেন পাটোয়ারীও কিছু করতে পারেননি। তবে এইচপির হারের ব্যবধান কেবল কমিয়েছেন মাহফুজুর রহমান রাব্বি। ২৮ বলে ৪ বাউন্ডারিতে ৩৫ রানে অপরাজিত থাকেন তিনি। এইচপি থামে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৪ রানে। টাইগার্সের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন নাসুম, খালেদ ও সাইফউদ্দিন।