বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪, ১২:০৪:১৬

এবার দুর্নীতির অভিযোগ সাকিবের বিরুদ্ধে

এবার দুর্নীতির অভিযোগ সাকিবের বিরুদ্ধে

স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশনে (দুদক)। বুধবার মিলহানুর রহমান নাওমী নামে এক আইনজীবী ঢাকায় দুদকের প্রধান কার্যালয়ে অভিযোগটি জমা দিয়েছেন।

দুদক সূত্রে জানা গেছে, অভিযোগে সাকিব আল হাসানের আয়কর হিসাব ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

অভিযোগে বলা হয়, সাকিব আল হাসান নানা দুর্নীতি, অপকর্মে সরাসরি জড়িত। তাঁর বিরুদ্ধে অসংখ্য দুর্নীতির অভিযোগ রয়েছে। শেয়ার কেলেঙ্কারি ও স্বর্ণ চোরাচালানের মতো স্পর্শকাতর অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। তিনি শত শত কোটি টাকা কর ফাঁকি দিয়েছেন।

আইনজীবী ব্যারিস্টার মিলহানুর রহমান নাওমী সাংবাদিকদের বলেন, সাকিব দুর্নীতির মাধ্যমে নিজের ও পরিবারের সদস্যদের নামে সম্পদ করেছেন। যার সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ রয়েছে। বিগত দিনে রাজনৈতিক প্রভাবের কারণে কেউ তাঁর বিরুদ্ধে কোনো কথা বলতে পারেননি। দুর্নীতির প্রমাণ থাকার পরও তাঁর বিরুদ্ধে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান দুদকও কোনো ব্যবস্থা নেয়নি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে