শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ১০:০৮:২৩

মেসির ওপর এ যেন 'মরার ওপর খাঁড়ার ঘা', যে নতুন রোগে আক্রান্ত!

মেসির ওপর এ যেন 'মরার ওপর খাঁড়ার ঘা', যে নতুন রোগে আক্রান্ত!

স্পোর্টস ডেস্ক : আবারো পিছিয়ে গেল লিওনেল মেসির মাঠে ফেরা। গোড়ালির চোট সারতেই এবার ভাইরাস জ্বরে আক্রান্ত হয়েছেন আর্জেন্টাইন তারকা। আর তাই ইন্টার মায়ামির হয়ে রোববার ফিলাডেলফিয়ার বিপক্ষে ম্যাচে পাওয়া যাচ্ছে না লিও'কে। তবে ১৯ সেপ্টেম্বর আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে পাওয়ার ব্যাপারে আশাবাদী মায়ামি কর্তৃপক্ষ।

মেসির ওপর এ যেন 'মরার ওপর খাঁড়ার ঘা'। ইনজুরি থেকে সেরে উঠেছেন অনেকটা, ইন্টার মায়ামির হয়ে মাঠে নামার অপেক্ষায়ও ছিলেন আর্জেন্টাইন তারকা। তবে তার মাঠে নামা নিয়ে আবারো দেখা দিয়েছে অনিশ্চয়তা।

 কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ডান পায়ের গোড়ালির ইনজুরিতে পড়েন লিওনেল মেসি। শিরোপা জয় স্বস্তি দিলেও এরপর থেকেই মাঠের বাইরে আর্জেন্টাইন তারকা। কবে ফিরতে পারবেন মাঠে সেটাও ছিল অনিশ্চিত। তবে ফ্লোরিডায় সম্প্রতি ইন্টার মায়ামির অনুশীলনে লিওকে দেখে আশায় বুক বেঁধেছিলেন মেসি ভক্তরা। তবে সেই আশা নিমেষেই রূপ নিয়েছে হতাশায়।

রোববার এমএলএস'এ ফিলাডেলফিয়ার মুখোমুখি হবে ইন্টার মায়ামি। আর সেই ম্যাচকে সামনে রেখে অনুশীলন চলছে ক্লাবটির। গোড়ালির ইনজুরি থেকে সেরে ওঠায় সেই অনুশীলনে যোগ দিয়েছিলেন মেসিও। ম্যাচে তাকে পাওয়ার ব্যাপারেও ইঙ্গিত দিয়েছিল মায়ামি কর্তৃপক্ষ। মেসির ম্যাচ খেলার ইঙ্গিত পেয়েই ফ্লোরিডার চেজ স্টেডিয়ামের সেই ম্যাচের টিকিট কিনতে হুমড়ি খেয়ে পড়ে সমর্থকরা। ইতোমধ্যে শেষও হয়ে গেছে সব টিকিট।

তবে বুধবারের অনুশীলনে মেসি না থাকার পর থেকেই শুরু হয় আলোচনা। অনেকে ধারণা করেছিলেন ইনজুরি পুরোপুরি সারেনি মেসির। তবে পায়ের চোট নয়, ভাইরাস জ্বরে আক্রান্ত হয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি। এমন খরবই প্রকাশ করেছে আর্জেন্টাইন বেশ কয়েকটি সংবাদ মাধ্যম।

মায়ামি কর্তৃপক্ষ জানায় পায়ের ইনজুরি নিয়ে নতুন করে কোনো সমস্যায় পড়েননি মেসি। এ সপ্তাহেই মাঠে ফিরবেন লিও। ফিলাডেলফিয়ার বিপক্ষে অথবা আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে বিশ্বকাপ জয়ী তারকাকে পাওয়া নিয়ে আশাবাদ প্রকাশ করেছে মায়ামি কর্তৃপক্ষ। তবে শারীরিক অবস্থা বিবেচনায় ফিলডেলফিয়ার বিপক্ষে মেসিকে পাওয়া যাবে না বলে জানায় যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি গণমাধ্যম।

চলতি মৌসুমে ইন্টার মায়ামির হয়ে ১৫ ম্যাচে ১৪ গোল করেছেন লিওনেল মেসি। গেল মৌসুমে তার নেতৃত্বেই লিগস কাপের শিরোপা জিতেছিল মায়ামি। যা ক্লাবটির ইতিহাসের প্রথম ট্রফি। তবে মেসিকে ছাড়া মাঠে নেমে সেই শিরোপা এবার ধরে রাখতে পারেনি ডেভিড বেকহ্যামের ক্লাব। এ মৌসুমে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে এখন পর্যন্ত ২৭ ম্যাচে ৫৯ পয়েন্ট টেবিলের শীর্ষে আছে তাতা মার্তিনোর দল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে