স্পোর্টস ডেস্ক : নতুন নিয়মে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের আসর। ৩২ দল বাদে এবারের আসরে অংশ নিচ্ছে ৩৬ দল। তার পাশাপাশি সব দলকে একটি গ্রুপে রাখা হয়েছে।
প্রথম ম্যাচ ডে'র প্রথম দিনেই ছয় ম্যাচে নামছে ১২টি দল। যেখানে সবার নজরে থাকবে এসি মিলান ও লিভারপুলের হাইভোল্টেজ ম্যাচ। এছাড়াও প্রথম দিনেই ভিন্ন ম্যাচে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ এবং জুভেন্টাস।
এবারের চ্যাম্পিয়ন্স লিগে মোট ম্যাচ হবে ১৮৯টি। সংখ্যাটা আগের সংস্করণ পর্যন্ত ছিল ১২৫। এবার গ্রুপপর্বে হবে ১৪৪টি ম্যাচ। ৮ ম্যাচ ডে'তে হবে ১৮টি করে ম্যাচ। শেষ ষোলো থেকে পরের পর্বের ম্যাচগুলো হবে সরাসরি নকআউটের নিয়মে। এছাড়া, এবারের চ্যাম্পিয়ন্স লিগে বাড়ছে প্রাইজমানিও। ২৫ শতাংশ বেড়ে যা দাঁড়িয়েছে ২.৫ বিলিয়ন ইউরোতে।
চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুমে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত পৌনে ১১টায় মাঠে নামবে চারটি দল। এক ম্যাচে মুখোমুখি হবে জুভেন্টাস ও পিএসভি। আর অপর ম্যাচে মাঠে নামবে অ্যাস্টন ভিলা এবং সুইজারল্যান্ডের ক্লাব ইয়াং বয়জ।
বাংলাদেশ সময় রাত ১টায় রয়েছে চারটি ম্যাচ। চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে জার্মান ক্লাব স্টুটগার্টের। বায়ার্ন মিউনিখ মুখোমুখি হবে ডিনামো জাগ্রেবের। ফরাসি ক্লাব লিল খেলবে পর্তুগিজ ক্লাব স্পোর্টিংয়ের বিপক্ষে। আর রাতের সবচেয়ে বড় ম্যাচে মুখোমুখি হবে এসি মিলান ও লিভারপুল।
৩৬ দলের মধ্যে পয়েন্ট তালিকার শীর্ষ আটে থাকা দলগুলো সরাসরি শেষ ষোলোয় খেলবে। বাকি আটটি দল নির্ধারিত হবে নকআউট প্লে-অফ রাউন্ডের মাধ্যমে। এই পর্বে লড়বে ৯ থেকে ২৪ নম্বরে থাকা দলগুলো। তারা প্রত্যেকে একে অন্যের বিপক্ষে নকআউট প্লে-অফ রাউন্ডে লড়ে শেষ ষোলোয় জায়গা নিশ্চিত করবে। এভাবে শেষ ষোলোর দলগুলো নিশ্চিত হবে। অন্যদিকে ২৫-৩৬ নম্বরে থাকা প্রতিটি দল তাৎক্ষনিকভাবেই বাদ পড়ে যাবে।
মূলত, ২০২১ সালে ইউরোপের জায়ান্ট ক্লাবগুলো 'সুপার লিগ' নামে একটি বিদ্রোহ লিগ চালু করতে চেয়েছিল। যা হুমকির মুখে ফেলে দিয়েছিলো উয়েফাকে। যার কারণে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফরম্যাট বদলাতে এক প্রকার বাধ্য হয়। আর এই কারণেই নতুন ফরম্যাট এবং আরও বেশি দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৪-২৫ চ্যাম্পিয়ন্স লিগের আসরটি।