সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৪৯:৫৯

ভবিষ্যতে ইয়ামাল মেসির পর্যায়ে যেতে পারেন : মিচেল

ভবিষ্যতে ইয়ামাল মেসির পর্যায়ে যেতে পারেন : মিচেল

স্পোর্টস ডেস্ক : বয়স ১৬ পূর্ণ হওয়ার আগেই বার্সেলোনার মতো ক্লাবের হয়ে অভিষেক লামিনে ইয়ামাল। দ্রুতই সুযোগ পেয়েছেন স্পেন জাতীয় দলেও। এই অল্প সময়ের মধ্যেই ক্লাব ও জাতীয় দলের হয়ে সমান তালে নৈপুণ্য দেখিয়ে আগামীর বড় তারকা হিসেবে পরিচিতি পেয়েছেন। 

এই মৌসুমে তো প্রতি ম্যাচেই নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন ইয়ামাল। মাঠে নামলেই দেখাচ্ছেন জাদু। লা লিগায় সবশেষ ম্যাচেই জিরোনার বিপক্ষে ম্যাচ জেতানো পারফরম্যান্সে মুগ্ধতা ছড়িয়েছেন। তার খেলায় মুগ্ধ প্রতিপক্ষ জিরোনার কোচ মিশেলের কণ্ঠে ঝরেছে প্রশংসা।

এই মৌসুম শুরুর আগে স্পেনকে ইউরো চ্যাম্পিয়ন করেছেন লামিনে ইয়ামাল। টুর্নামেন্ট যেখানে শেষ করেছিলেন, লিগে বার্সেলোনার হয়ে সেখান থেকেই শুরু করেছেন। খেলার ছন্দে কোনো ছেদ নেই এই ১৭ বছর বয়সীর।

গতবার জিরোনার কাছে লিগের দুই লেগেই হেরেছিল বার্সেলোনা। আরও লজ্জার বিষয়, দুই ম্যাচেই ৪টি করে গোল হজম করেছিল কাতালান জায়ান্টরা। সেই জিরোনার বিপক্ষে চলতি মৌসুমে সুন্দর ফুটবলের ফুল ফুটিয়েছে বার্সা। গতকাল রোববার (১৫ সেপ্টেম্বর) দাপুটে ফুটবল খেলে ৪-১ গোলের জয় তুলে নিয়েছে বার্সা। এই জয়ের দিনে প্রথমার্ধেও জোড়া গোল করে দলকে চালকের আসনে বসান ইয়ামাল।

গত বছর ক্লাবের হয়ে অভিষেকের পর থেকেই একের পর এক কীর্তি গড়ে চলেছেন এই তরুণ সেনসেশান। অনেকেই তার মাঝে দেখছেন কিংবদন্তি মেসির ছায়া। যদিও  এই উইঙ্গার মেসির সঙ্গে তুলনায় আপত্তি জানিয়েছেন বরাবরই।

আলোচনা থেমে নেই। সেই আলোচনায় এবার যোগ দিয়েছেন জিরোনার স্প্যানিশ কোচ মিচেল। তিনি জানিয়েছেন, ইয়ামালের মাঝে মেসির মতো কিংবদন্তি হয়ে ওঠার সম্ভাবনা আছে।

মিচেল বলেন, 'লামিনে (ইয়ামাল) ব্যাবধান গড়ে দেয়ার মতো খেলোয়াড়। এই ১৭ বছর বয়সেই সে আমার চোখে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়।' জিরোনার বিপক্ষে জোড়া গোল করেছেন লামিনে ইয়ামাল। 

এখনই মেসির সঙ্গে তুলনা করলেও ভবিষ্যতে ইয়ামাল যে মেসির পর্যায়ে যেতে পারেন, সেই সম্ভাবনাও দেখছেন মিচেল।

জিরোনার এই স্প্যানিশ কোচ বলেন, 'মেসির মতো আরেকজন আসবে, এটা কল্পনা করাও কষ্টের। তবে আমার বিশ্বাস, লামিনে এভাবে উন্নতি করে যাবে, কারণ সে এমন একজন খেলোয়াড়, যিনি ওই পর্যায়ে যেতে পারেন।'

জিরোনার বিপক্ষে ইয়ামাল ছাড়াও গোল পেয়েছেন ওলমো এবং পেদ্রি। শেষ দেখে অবশ্য লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ফেরান তরেস।এই মৌসুমে লিগে এখন পর্যন্ত ইয়ামাল ৩ গোল ও ৪ অ্যাসিস্ট করেছেন। লিগের প্রথম পাঁচ ম্যাচেই গোল অথবা অ্যাসিস্ট করে অবদান রেখেছেন তিনি।  

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে