স্পোর্টস ডেস্ক : গল টেস্টে নিউজিল্যান্ড ধুঁকছে প্রবলভাবে। প্রথম ইনিংসে স্বাগতিক শ্রীলঙ্কার ৬০২ রানের বিশাল পাহাড়ের নিচে চাপা পড়েছিল তারা। বিপরীতে প্রভাত জয়সুরিয়ার ৬ উইকেট আর নিশান প্যারিসের ৩ উইকেটের সুবাদে ৮৮ রানেই গুটিয়ে যায় কিউইদের ইনিংস। শ্রীলঙ্কার লিড হয় ৫১৪। ফলোঅন করতে পাঠিয়েছে প্রতিপক্ষকে।
ফলোঅনে নেমে শুরুটা অবশ্য খুব একটা মন্দ না নিউজিল্যান্ডের। এই প্রতিবেদন পর্যন্ত ২ উইকেট হারিয়ে তুলেছে ১০২ রান। কিন্তু তার আগেই গলে লজ্জার রেকর্ড গড়েছে তারা। রেকর্ডবুকে নাম তুলেছে শ্রীলঙ্কাও। সবমিলিয়ে এদিন ১০ রেকর্ড হয়েছে প্রথম সেশনেই।
৮৮ - নিউজিল্যান্ডের ১ম ইনিংসে রান
শ্রীলঙ্কার বিপক্ষে নিউজিল্যান্ডে টেস্টে সর্বনিম্ন রান। এর আগে ১৯৯২ সালে কলম্বো টেস্টে ১০২ রান তুলেছিল নিউজিল্যান্ড
দক্ষিণ এশিয়ায় এটি নিউজিল্যান্ডের ৫ম সর্বনিম্ন দলীয় স্কোর। এর আগে আছে ভারতের বিপক্ষে মুম্বাই টেস্টে ৬২ রান, পাকিস্তানের বিপক্ষে ঢাকায় ৭০ (১৯৫৫ সাল), লাহোরে ৭৩ রান (২০০২ সাল) ও রাওয়ালপিন্ডিতে ৭৯ রান (১৯৬৫ সাল)।
ইতিহাসে মাত্র ২য় বার ৬০০ রান হজমের পর কোনো দল ১০০ এর নিচে আউট হয়েছে। এর আগের রেকর্ডও নিউজিল্যান্ডেরই। পাকিস্তানের বিপক্ষে ২০০২ সালে ৬৪৩ রানের বিপরীতে তারা আউট হয় ৭৩ রানে।
৫১৪ - শ্রীলঙ্কার লিড
ইতিহাসে মাত্র ৭ম বার এবং বিগত ১৮ বছরে ১মবার কোনো দল প্রথম ইনিংসে ৫০০ এর বেশি রানের লিড পেয়েছে।
টেস্ট ইতিহাসে ১ম ইনিংস শেষে ৫ম সর্বোচ্চ লিড। সবার ওপরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৯৩৮ সালে ওভাল টেস্টে ইংল্যান্ডের ৭০২ রানের লিড।
৪২/৬ - প্রভাত জয়সুরিয়ার বোলিং ফিগার
প্রভাত জ্যসুরিয়ার ক্যারিয়ারে ৯ম বার ৫ উইকেট শিকার। ৫ উইকেট শিকারের দিক থেকে শ্রীলঙ্কান বোলার হিসেবে চতুর্থ স্থানে আছেন তিনি। সবার ওপরে মুত্তিয়া মুরালিধরন (৬৭ বার), রঙ্গনা হেরাথ (৩৪ বার) এবং চামিন্দা ভাস (১২ বার)
১৬ টেস্ট শেষে স্পিনারদের মধ্যে সবচেয়ে বেশিবার (৯) পাঁচ উইকেট শিকার। সামগ্রিকভাবে ২য় সর্বোচ্চ।
৬৮ - গলে প্রভাত জয়সুরিয়ার উইকেট
শ্রীলঙ্কার এই ভেন্যুতে উইকেট শিকারের দিক থেকে তৃতীয় স্থানে উঠে এলেন এই অফস্পিনার। তার ওপরে আছেন কেবল মুরালিধরন এবং হেরাথ।
৫ - ধনাঞ্জয়া ডি সিলভার ক্যাচ সংখ্যা
মাত্র দ্বিতীয় শ্রীলঙ্কান ক্রিকেটার হিসেবে এক ইনিংসে ৫ ক্যাচ নিলেন ধনাঞ্জয়া ডি সিলভা (উইকেটরক্ষক ব্যতীত)।
একই বোলারের (প্রভাত জয়সুরিয়া) বলে ৫ ক্যাচ নিলেন ধনাঞ্জয়া ডি সিলভা। ইতিহাসে এর আগে এমন ঘটনা ঘটেছে কেবল ৪ বার।