রবিবার, ০৬ অক্টোবর, ২০২৪, ০৭:১৫:৫৫

দলে না থাকা নিয়ে যা জানালেন ইমরুল কায়েস

দলে না থাকা নিয়ে যা জানালেন ইমরুল কায়েস

স্পোর্টস ডেস্ক : বিপিএল ইতিহাসের অন্যতম সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বিপিএলে সব মিলিয়ে চারবার শিরোপা জিতেছে এই দলটি। তবে আসন্ন আসরে থাকছে না ফ্র্যাঞ্চাইজিটি। আর দলটির সাবেক সফল অধিনায়ক ইমরুল কায়েস জানালেন বিপিএলে কুমিল্লা দল না থাকায় মিস করার কথা। 

আজ (রোববার) মিরপুর শেরে-ই-বাংলায় গণমাধ্যমের মুখোমুখি হন ইমরুল কায়েস। এ সময় বিপিএলে কুমিল্লার না থাকা প্রসঙ্গে টুর্নামেন্টের গ্ল্যামার হারানোর কথা জানালেন। অবশ্য সেটার কারণও স্পষ্ট করেছেন বাঁহাতি এই ব্যাটার।

ইমরুল বলেন, 'আমি মনে করি কুমিল্লার মতো দল থাকলে সেটা বিপিএলের জন্য ভালো। ওরা এমন একটা দল যারা সবসময় ভালো দল তৈরি করে। বড় বড় তারকা ক্রিকেটার নিয়ে আসে। আমি মনে করি, ওইদিক থেকে যদি বলেন বিপিএল কিছুটা হলেও গ্ল্যামার হারিয়েছে। ওরা যেভাবে প্লেয়ার নিয়ে আসে, আমি জানি না এভাবে কেউ প্লেয়ার আনবে কি না। বিপিএল কুমিল্লাকে মিস করবে আমি মনে করি।

আসন্ন বিপিএলে কোন দলে খেলবেন এমন প্রশ্নের জবাবে ইমরুল বললেন, 'দুই-একটা টিম আমার সঙ্গে কথা বলেছে। তবে অফিসিয়াল কিছু না। মৌখিকভাবে কিছুটা কথা হয়েছে। আগামী ১৪ তারিখ আমাদের অকশন। এরপর মনে হয় বোঝা যাবে। নিয়ম আমি নিজেও জানি না যে আমরা কোন গ্রেডে আছি। এটা একটু দেখি, আর কয়েকটা দিন পর বোঝা যাবে।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে