স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনা শিবিরে স্বস্তি ফিরিয়ে চোট কাটিয়ে দুই মাস পর মাঠে ফিরেছিলেন লিওনেল মেসি। তবে ফেরাটা জয়ে রাঙাতে পারেননি আর্জেন্টাইন মহাতারকা। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ভেনেজুয়েলার সঙ্গে শুরুতে লিড নিয়েও জিততে পারেনি বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। এমন ম্যাচের পর মেসি কাঠগড়ায় তুললেন মাঠকে।
খেলা শুরুর আগেই হানা দিয়েছিল বৃষ্টি। ঝুম বৃষ্টিতে মাঠের বেশির ভাগ অংশেই পানি জমে যায়। মিনিট ত্রিশেক পর খেলা শুরু হলেও স্বাভাবিক ফুটবল খেলতে পারেনি দুই দলের কেউই। এমন মাঠেও শুরুতে গোল করে লিড পেয়েছিল আর্জেন্টিনা। তবে শেষ পর্যন্ত সেটা ধরে রাখতে পারেনি তারা। ভেনেজুয়েলার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে আলবিসেলেস্তেদের।
মাতুরিনে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ভেনেজুয়েলার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে আর্জেন্টিনা। নিকোলাস ওতামেন্ডি গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দিয়েছিলেন। পরে সলোমোন রন্দনের গোলে সমতায় ফেরে ভেনেজুয়েলা।
ম্যাচশেষে টিওয়াইসি স্পোর্টসকে মেসি বলেন, ‘খুব কঠিন ছিল (খেলা)। এতে ম্যাচগুলো খুব কুৎসিত হয়ে যায়। আমরা টানা দুটি পাসও খেলতে পারিনি। দ্বিতীয়ার্ধে ডান প্রান্তে কিছুটা খেলতে পেরেছি। কিন্তু এভাবে খেলা খুব কঠিন। খুব অল্পই খেলা সম্ভব হয়েছে।’
আরও যোগ করেন, ‘আমরা ড্র করেছি কারণ যা করতে চেয়েছি মাঠের কারণে সম্ভব হয়নি। প্রস্তুতির বাইরে অন্যভাবে খেলতে হয়েছে।’
অ্যাঙ্কেল ইনজুরিতে পড়ে বেশ কয়েক মাস মাঠের বাইরে ছিলেন মেসি। ফের দলে ফিরতে পেরে খুশি আর্জেন্টিনার অধিনায়ক।
তিনি বলেন, ‘(আর্জেন্টিনার হয়ে) আবারও মাঠে নামতে দীর্ঘদিন অপেক্ষা করতে হয়েছে। ক্লাবের হয়েও অনেক ম্যাচ মিস করেছি। ফিরতে পেরে ভালো লাগছে।’ আগামী বুধবার বাংলাদেশ সময় ভোর ৬টায় বলিভিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা।