রবিবার, ২০ অক্টোবর, ২০২৪, ০৭:১৯:৫৬

শান্তর ভবিষ্যদ্বাণী; কয়েক বছরের মধ্যে সাকিবের জায়গা নেবেন যিনি

শান্তর ভবিষ্যদ্বাণী; কয়েক বছরের মধ্যে সাকিবের জায়গা নেবেন যিনি

স্পোর্টস ডেস্ক :  দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট খেলে ক্রিকেটের এই অভিজাত সংস্করণকে বিদায় জানাতে চেয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু নিরাপত্তা ইস্যুতে শেষ পর্যন্ত সেই টেস্টে খেলা হচ্ছে না সাকিবের। 

নাটকীয়তার মধ্য দিয়েই শেষ হলো ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডারের টেস্ট ক্যারিয়ার। তবে সাকিবের বিদায় বাংলাদেশ ক্রিকেট দলের জন্য বড় ধাক্কা বলে মনে করেন অনেকেই। যিনি একাই দুই ক্রিকেটারের কাজ করতেন, তাকে হারানোয় বদলাতে হবে টিম কম্বিনেশন।

অপ্রত্যাশিতভাবে সাকিবের ১৭ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি ঘটেছে। কানপুর টেস্টই তার ক্যারিয়ারের শেষ টেস্ট হয়ে থাকল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত পর্যন্ত খেলা হচ্ছে না তার। যে কারণে বাধ্য হয়ে টিম কম্বিনেশন বদলাতে হচ্ছে টাইগারদের। তবে টাইগারদের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মনে করেন, কয়েক বছরের মধ্যেই সাকিবের অভাব ঘুচাতে পারবেন মেহেদী হাসান মিরাজ।

এই মুহূর্তে সাকিবের বিকল্প দেখছেন না টাইগারদের দলপতি শান্ত,  'এ মুহূর্তে ম্যাচ করা কঠিন। ক্যাপ্টেনের জন্য অবশ্যই কঠিন। উইকেট হয়ত পরিবর্তন হবে না। অতিরিক্ত বোলার বা ব্যাটার নিয়ে খেলতে পারতাম এটা থাকবে না। সাতে যে ব্যাট করবে তার ভূমিকা গুরুত্বপূর্ণ। এ মুহূর্তে মনে হয় না সাকিব ভাইয়ের মতো কোনো খেলোয়াড় আছে। তবে মিরাজ ভালো বিকল্প হতে পারে।'

সাম্প্রতিককালে টেস্টে ব্যাটে-বলে ভালো করেছেন মিরাজ। তার মধ্যেই আগামীর সাকিবকে দেখছেন শান্ত,  'টেস্ট ক্রিকেটে খুবই ভালো করছে। ব্যাটিং বোলিং দুটোতেই। তবে আরও উন্নতির জায়গা আছে মিরাজও দায়িত্ব নিতে প্রস্তুত। গত কয়টি টেস্টে ওর ব্যাটিং দেখুন, আগের চেয়ে অনেক ভালো, দলকে ভালো জায়গায় নিয়ে যাচ্ছে। আমি আশা করব পরবর্তী কয়েক বছরের মধ্যে মিরাজ সাকিব ভাইয়ের জায়গাটা নিতে পারবে ইনশাআল্লাহ।'

সাকিব না থাকায় একজন বাড়তি ব্যাটার বা বোলারকে খেলাতে হবে টাইগারদের। যে কারণে লোয়ার মিডল অর্ডারে দলের হাল কে ধরবেন তা নিয়ে চিন্তায় বাংলাদেশ। শান্ত অবশ্য আশার বাণী শোনাচ্ছেন,  'ব্যাটার আছে। মুশফিক-সাকিব ভাই না থাকলে… উনারা অনেক অভিজ্ঞ। যারা আসবে তাদের সময় দিতে হবে। প্রক্রিয়ার ব্যাপার। আশা করব যারা ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলেন, ঐ ইনটেনসিটি নিয়ে যেন খেলে। খেলোয়াড়রা যেন নিজেরাই দায়িত্ব নেয়। অপেক্ষা না করে- কেউ এসে বলে দিবে বা সুবিধা দিবে। নিজেই যেন ঐ সুবিধা আদায় করে নেয় এবং আন্তর্জাতিক ক্রিকেটে মানিয়ে নেওয়ার মতো প্র্যাকটিস করে।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে