শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪, ০৯:১২:৫২

এবার সরাসরি সাইনিংয়ে যে দলে তামিম

এবার সরাসরি সাইনিংয়ে যে দলে তামিম

স্পোর্টস ডেস্ক : আগামী ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার’স ড্রাফট। তার আগেই দল গোছাতে শুরু করেছে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো। ড্রাফটের আগেই দল পেয়েছেন সাকিব, মোস্তাফিজসহ আরও অনেকেই। এবার সরাসরি সাইনিংয়ে ঢাকা ক্যাপিটালসে যোগ দিলেন তানজিদ হাসান তামিম।

ড্রাফটের আগেই যে যার দল গোছাতে ব্যস্ত। বেশ কিছু বিদেশি ক্রিকেটারকেও সরাসরি দলে ভিড়িয়েছে ফ্রাঞ্চাইজিগুলো। দেশি ক্রিকেটারদেরকেও আগেভাগেই দলে ভেড়াচ্ছে। 

মুস্তাফিজের পর এবার সরাসরি সাইনিংয়ে তানজিদ হাসান তামিমকে দলে ভিড়িয়েছে ঢাকা ক্যাপিটালস। গত আসরে চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন বাঁহাতি এই ওপেনার। সেবার চট্টগ্রামের হয়ে খেলেছিলেন তিনি। 

গত বিপিএলে চট্টগ্রামের হয়ে ১২ ম্যাচে ৩৮৪ রান করেছিলেন তানজিদ। রান সংগ্রাহকের তালিকায় সবার উপরে ছিলেন তামিম ইকবাল। সেবার বরিশালের হয়ে শিরোপা জিতেছিল দেশসেরা এই ওপেনার। ১৫ ম্যাচে করেছিলেন ৪৯২ রান। 

২০২০-২১ মৌসুমে বিপিএলে খুলনার হয়ে মাঠে নামার খুব একটা সুযোগ পাননি তানজিদ। সেবার দুটি ম্যাচ খেলেছিলেন তিনি, রান করেছিলেন মাত্র ১১। 

এরপর গত আসরে চট্টগ্রামের হয়ে সুযোগ পেয়ে তা পুরোপুরি কাজে লাগিয়েছেন তানজিদ। ১২ ম্যাচে ব্যাট করে রান করেন ৩৮৪। এর মধ্যে রয়েছ একটি সেঞ্চুরি ও দুটি হাফ-সেঞ্চুরি। পুরো আসরে ৩২টি চারের সঙ্গে মেরেছেন ২০টি ছক্কা। 

বিপিএলে সব মিলিয়ে ১৪টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন তানজিদ তামিম। ২৮.২১ গড় ও ১৩৩.৪৪ স্ট্রাইকরেটে তার মোট রান ৩৯৫।     

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে