বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪, ০৮:২১:৫৪

রোনালদোর রেকর্ডে ভাগ বসালেন মেসি

রোনালদোর রেকর্ডে ভাগ বসালেন মেসি

স্পোর্টস ডেস্ক : ইউরোপীয় ফুটবল মেসি-রোনালদো দ্বৈরথের সেরাটা দেখেছিল। এখম মেসি খেলেন যুক্তরাষ্ট্র, রোনালদো ঘাঁটি গেড়েছেন সৌদি আরবে। তবে তাদের সে মহাকাব্যিক দ্বৈরথ এখনো চলছে। 

বুধবার (১৬ অক্টোবর) বিশ্বকাপ বাছাইয়ে বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ৬-০ গোলের জয়ে হ্যাটট্রিক করেছেন মেসি।

আর এই হ্যাটট্রিকের মাধ্যমেই রোনালদোর রেকর্ডে ভাগ বসিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। আর্জেন্টিনার জার্সিতে এটি মেসির দশম হ্যাটট্রিক। এর আগে আন্তর্জাতিক ফুটবলে ১০ হ্যাটট্রিকের রেকর্ড ছিল কেবল রোনালদোর।

২০২১ সালে লুক্সেমবার্গের বিপক্ষে পর্তুগালের ৫-০ গোলের জয়ের ম্যাচে দেশের জার্সিতে দশম হ্যাটট্রিক করেন রোনালদো। 

ছেলেদের আন্তর্জাতিক ফুটবলে সুইডেনের সভেন রিডেলের সর্বোচ্চ হ্যাটট্রিকের রেকর্ড (৯) ভেঙে সেদিন অনন্য উচ্চতায় ওঠেন তিনি। এর তিন বছরের মধ্যে তাকে ছুঁয়ে ফেললেন চিরপ্রতিদ্বন্দ্বী মেসি।

দেশের হয়ে ১০ হ্যাটট্রিকের মাইলফলক ছুঁতে রোনালদোর চেয়ে দুই ম্যাচ কম খেলেছেন মেসি। রোনালদো ১৯১ ম্যাচে দশম হ্যাটট্রিক পেলেও মেসি ১৮৯ ম্যাচেই এই রেকর্ড ছুঁয়েছেন।

বলিভিয়ার বিপক্ষে হ্যাটট্রিকের পাশাপাশি দুটি অ্যাসিস্টও করেছেন মেসি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে