শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪, ১১:৩৩:০৫

নেইমার ৩ নম্বরে, সর্বোচ্চ আয় করা ফুটবলারদের তালিকার শীর্ষে যার নাম

নেইমার ৩ নম্বরে, সর্বোচ্চ আয় করা ফুটবলারদের তালিকার শীর্ষে যার নাম

স্পোর্টস ডেস্ক : ফোর্বসের হিসেবে এবারও সর্বোচ্চ আয় করা ফুটবলারদের তালিকার শীর্ষে ক্রিস্টিয়ানো রোনালদো। বছরে রেকর্ড সাড়ে ২৮ কোটি ডলার আয় করেন সিআর সেভেন। দুই নম্বরে আছেন তার প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি। 

বিশ্বচ্যাম্পিয়ন এই আর্জেন্টাইন ফুটবলারের আয় রোনালদোর অর্ধেকেরও কম, ১৩ কোটি ৫০ লাখ ডলার। এক বছরের বেশি মাঠের বাইরে থেকেও পরের জায়গাটা নেইমার জুনিয়রের।

মাঠে সেই আগের ঝলক এখন দেখা যায় না প্রতিদিন। মনোযোগ দিয়ে দেখলে বয়সের ছাপ বোঝা যায় বেশ ভালোভাবেই। কিন্তু আয় রোজগারে এখনো ক্রিস্টিয়ানো রোনালদোর ধারে কাছে নেই কেউ। 

বিজ্ঞাপনের বাজারে এখনো ‘হট কেক’ সিআরসেভেন। যুক্তরাষ্ট্রের অর্থ ও বাণিজ্য বিষয়ক সাময়ীকি ফোর্বস এর হিসেব বলছে, ২০২৪ সালেও সবচেয়ে বেশি আয় করা ফুটবলারের তালিকায় একক আধিপত্য ক্রিস্টিয়ানোর। প্রকাশিত তালিকার হিসেব মেলালে দেখা যায়, গত বছর ৩ হাজার ৪১৬ কোটি টাকারও বেশি আয় করেছেন পর্তুগিজ রাজপুত্র। যা আগের হিসেবের তুলনায় আড়াই কোটি ডলার বেশি।

 এই অর্থ কেবল তার বেতন কিংবা ফুটবল মাঠের হিসেব নয়। আল নাসরের সঙ্গে চুক্তির অর্থ ছাড়াও একটি বিশাল অঙ্কের টাকা তিনি পান বিভিন্ন পণ্যের শুভেচ্ছা দূত হিসেবে। পাশাপাশি তার নিজেরও ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে বেশ কয়েকটি। সেগুলোর আয়ও যুক্ত হয় তার এই হিসেবে। 

যা তাকে বানিয়েছে ফুটবল দুনিয়ার সবচেয়ে ধনী খেলোয়াড়ে। ফোর্বস বলছে, মাঠ থেকেই সিংহভাগ আয় করেন রন। যার পরিমাণ ২২ কোটি ডলার। এক হিসেবে দেখা গেছে প্রতি সেকেন্ডে ১ হাজার ৯৮ টাকা আয় করেন রোনালদো। আয়ের এ অঙ্ক এতটাই অবিশ্বাস্য যে, ইতিহাসে তার চেয়ে বেশি আয় করতে পারেননি আর কোনো ফুটবলার। জগৎ বিখ্যাত বক্সার ফ্লয়েড মেওয়েদার এক মৌসুম এর চেয়ে বেশি অর্থ আয় করেছিলেন একবার।
 
দুইয়ে আছেন রোনালদোর চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি। তবে, মেসির পারিশ্রমিক রোনালদোর অর্ধেকেরও কম। অঙ্কটা ডলারে সাড়ে ১৩ কোটি। বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ৬১৮ কোটি ২৯ লাখ টাকা বাৎসরিক আয় করেন লিও। গত বছরের হিসেবেও এই তালিকায় রোনালদোর থেকে পেছনে ছিলেন মেসি।

চোট আর ইনজুরিতে আক্রান্ত হয়ে পুরো মৌসুমটা মাঠের বাইরে কাটিয়ে দিয়েও ধনী ফুটবলাররের তালিকায় নিজের আধিপত্য ধরে রেখেছেন নেইমার। ব্রাজিলিয়ান সুপারস্টার আছেন তালিকার তিন নম্বরে। সারা বাছর না খেলেও তার আয় ১ হাজার ৩১৮ কোটি টাকারও বেশি। যা মার্কিন ডলারে ১১ কোটি।

চার নম্বরে আছেন করিম বেনজেমা। তার আয় ১ হাজার ২৪৬ কোটি টাকা। পরের জায়গাটা রিয়াল তারকা কিলিয়ান এমবাপ্পের। শীর্ষ পাঁচের একমাত্র ফুটবলার, যিনি ইউরোপিয়ান কোনো লিগে খেলছেন। 

কিলিয়ানের বাৎসরিক আয় ১ হাজার ৭৮ কোটি টাকা। এমবাপ্পে ছাড়াও এ তালিকায় আছেন আরও একজন মাদ্রিদ ফুটবলার। ব্রাজিলের তরুণ সেনসেশন ভিনিসিউস জুনিয়র। তার বাৎসরিক আয় ৬৫৯ কোটি ৩০ লাখ টাকা। তালিকায় যা আছে ৭ নম্বরে।

তালিকার ৬ নম্বরে আছেন ম্যানচেস্টার সিটির আর্লিং হলান্ড। আটে মোহাম্মদ সালাহ, নয়ে সাদিও মানে এবং তালিকার শেষ নামটি কেভিন ডি ব্রুইনার। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে