স্পোর্টস ডেস্ক : ২০২২ সালের আগে মেয়েদের সাফ মানেই বাংলাদেশের কাছে ছিল হিমালয়সম এক টুর্নামেন্ট। একটি করে টুর্নামেন্ট আসে-যায়, কিন্তু সাফল্যের শিখরে আর চড়ে বসা হয় না। অবশেষে ষষ্ঠবারের চেষ্টায় দুই বছর আগে হিমালয় ডিঙিয়ে দেশের ফুটবলে সাফল্য এনে দেন সাবিনা-সানজিদারা। এবার সেই সাফল্য ধরে রাখার চ্যালেঞ্জ নিয়ে নেপালের কাঠমাণ্ডু শহরে পা রেখেছেন মেয়েরা।
মুকুট ধরে রাখার যাত্রা শুরু হয়ে যাচ্ছে আজ পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে। কাঠামাণ্ডুর দশরথ স্টেডিয়ামে বিকেল ৫টা ৪৫ মিনিটে শুরু হবে খেলা।
পাকিস্তানের বিপক্ষে অতীত পরিসংখ্যান অবশ্য কথা বলছে বাংলাদেশের হয়ে। গত আসরে গ্রুপ পর্বে তাদের ৬-০ গোলে উড়িয়ে দিয়েছিলেন সাবিনারা।
এবার অবশ্য প্রেক্ষাপট বদলেছে। দুই দলেই এসেছে বেশ কিছু পরিবর্তন। বাংলাদেশের ডাগআউটে যেমন নেই চেনা মুখ গোলাম রব্বানী ছোটন। তাঁর জায়গা নিয়েছেন ব্রিটিশ পিটার বাটলার।
রক্ষণভাগে নেই অভিজ্ঞ আঁখি খাতুন। আফিদা খন্দকারকে সামলাতে হবে আঁখির রেখে যাওয়া জায়গা। ১৮ বছরের এই তরুণীর ওপর তাই বাড়তি চাপ থাকছেই। তাঁর সঙ্গে মাসুরা পারভিন, শামসুন্নাহার সিনিয়র, শিউলি আজিমরা তো আছেনই। আক্রমণে নেই সিরাত জাহান স্বপ্নার মতো কুশলী স্ট্রাইকার।
তবে বয়সভিত্তিক আসর মাতিয়ে আসা মোছাম্মৎ সাগরিকা সেই জায়গা নেওয়ার জন্য প্রস্তুত। গত জুলাইয়ে ভুটানের বিপক্ষে হ্যাটট্রিক করে অভিষেক রাঙিয়েছেন তিনি। তাঁদের সঙ্গে অভিজ্ঞ সাবিনা খাতুন, তহুরা, সানজিদা আক্তার, ঋতুপর্ণা চাকমার সঙ্গে চোট কাটিয়ে ফেরা কৃষ্ণা রানী সরকার বড় ভূমিকা রাখতে পারেন। আগেরবার ফাইনালে জোড়া গোলসহ আসরে চারটি গোল করেছিলেন কৃষ্ণা। এবার অবশ্য তাঁকে বদলি খেলোয়াড়ের পরিকল্পনাতেই স্কোয়াডে রেখেছেন বাটলার।
বাংলাদেশের জন্য প্রথম ম্যাচ ভীষণ গুরুত্বপূর্ণ। আজ জিতলেই মেয়েরা পৌঁছে যাবেন সেমিফাইনালে। কারণ পাকিস্তান প্রথম ম্যাচেই ভারতের কাছে হেরেছে ৫-২ ব্যবধানে। টুর্নামেন্টে টিকে থাকতে পাকিস্তানও চাইবে জিততেই।
বাংলাদেশ কোচ পিটার বাটলার প্রতিপক্ষ নিয়ে তাই বেশ সতর্ক। নেপালে পৌঁছে প্রথম তিন দিন আর্টিফিশিয়াল টার্ফে অনুশীলন করলেও গতকাল ঘাসের মাঠে প্রস্তুতি সেরেছে বাংলাদেশ। অনুশীলনের পর বাটলার বলেছেন, ‘শুরুটা যেন ভালো হয় সেটা নিয়েই পরিকল্পনা করেছি। আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। আশা করছি ভালো ম্যাচ হবে।
পাকিস্তান প্রথম ম্যাচে ভালো খেলেছে। ওদের দলে বেশ কয়েকজন ভালো মানের খেলোয়াড় আছে। ওরা নিশ্চিত জিততেই খেলতে নামবে। আমাদের লক্ষ্য ওদের আটকে দিয়ে সেমিফাইনাল নিশ্চিত করা।’
পাকিস্তান দলে এবার যোগ হয়েছে আটজন প্রবাসী ফুটবলার। ফলে বড় স্বপ্ন নিয়েই নেপালে এসেছে তারা। যদিও ভারতের কাছে হেরেছে, তবে সেদিন আশা-জাগানিয়া নৈপুণ্য দেখিয়েছেন সুহা হিরানি, কাইলা মারিয়া সিদ্দিকিরা। ভারত ম্যাচে সুহা কয়েকটি সুযোগ নষ্টও করেন। জালের দেখা না পেলেও ওই ম্যাচে পায়ের কারিকুরি দেখিয়েছিলেন রামিন ফারিদ।
ভারত-পাকিস্তান ম্যাচ মাঠে বসে দেখেছেন পিটার বাটলার। পাকিস্তানের শক্তি-দুর্বলতা খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছেন। এরপর এই ব্রিটিশের মনে হয়েছে, পাকিস্তানের রক্ষণে কিছুটা দুর্বলতা আছে। সেটারই সুযোগ নিতে চায় তাঁর দল। বাটলার বলেছেন, ‘ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে ওদের (পাকিস্তান) আক্রমণভাগ ভালো করেছে। তবে রক্ষণে কিছু সমস্যা আছে। আমাদের ফরোয়ার্ডদের এটা কাজে লাগাতে হবে। আশা করছি তারা সেটা পারবেও।’