স্পোর্টস ডেস্ক : মিরপুর টেস্ট মিরাজের ব্যাটে ভর করে তৃতীয় তিনে প্রতিরোধ গড়েছিল বাংলাদেশ। কিন্তু চতুর্থ দিনের শুরুতেই অলআউট হয়েছে টাইগাররা। তবে সেঞ্চুরি তুলতে পারেননি মিরাজ। ১৯১ বলে ৯৭ রান করে সাজঘরে ফেরেন তিনি।
এতে দ্বিতীয় ইনিংসে ৮৫ ওভার ৫ বল খেলে ৩০৮ রান তুলে অলআউট হয়েছে টাইগাররা। এতে ১০৬ রানের লিড পেয়েছে স্বাগতিকরা।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) চতুর্থ দিনের প্রথম ওভারেই সাজঘরে ফেরেন নাঈম হাসান। ২৯ বলে ১৬ রান করেন তিনি। এরপর বেশিক্ষণ পিচে থাকতে পারেননি তাইজুলও। ৭ রান করেন এই স্পিনার।
এদিকে এক প্রান্ত আগলে রেখে সেঞ্চুরির দ্বারপ্রান্তে পৌঁছে যান মিরাজ। কিন্তু হতাশ হয়ে ফিরতে হয়েছে এই টাইগার অলরাউন্ডারকে। ১৯১ বলে ৯৭ রান করে রাবাদা ষষ্ঠ শিকার হন তিনি। এতে ৩০৮ রানে অলআউট হয় বাংলাদেশ। আর তাদের লিড দাঁড়ায় ১০৬ রানে।
দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৬ উইকেট শিকার করেন কাগিসো রাবাদা। এ ছাড়াও কেসব মহারাজ তিনটি এবং মুল্ডার নেন একটি উইকেট।
উল্লেখ্য, গতকাল (বুধবার) তৃতীয় দিন শেষে ৮৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮৩ রান তুলতে পেরেছিল বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ ৮৭ রানে এবং ১৬ রানে অপরাজিত ছিলেন নাঈম।