স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে টানা দ্বিতীয় ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে ভারত। বেঙ্গালুরুর পর পুনেতেও কিউই পেস-স্পিনের সুইংয়ে নাকাল হয়েছেন রোহিত-কোহলিরা।
এর মধ্যে মিচেল স্যান্টনারের বলে বিরাট কোহলির আউটের ধরন নিয়ে বেশ আলোচনা হচ্ছে। বলা হচ্ছে এটি হতে পারে তার ক্যারিয়ারের সবচেয়ে বাজে শট! এমনকি কেউ কেউ প্রশ্ন তুলেছেন– কোহলিও এভাবে আউট হতে পারেন?
আজ (শুক্রবার) নিজেদের প্রথম ইনিংসে ২৪তম ওভার খেলছিল ভারত। স্ট্রাইকে থাকা কোহলির বিপরীতে স্যান্টনারের চতুর্থ ডেলিভারিটি ছিল অনেকটা ফুল টস। বলের লাইন ধরে ব্যাট চালিয়ে মিস করে যান এই ভারতীয় তারকা। ফলে ভুলের খেসারত হিসেবে বল আঘাত করে তার স্টাম্পে। ৯ বলে মাত্র ১ রানে যখন কোহলি ক্রিজ ছাড়ছেন পুনের পুরো গ্যালারিতে রাজ্যের নীরবতা নেমে আসে।
কেবল দর্শকরাই নয়, কোহলি নিজেও হতাশা লুকাননি। তার ওই শটকে ক্যারিয়ারের সবচেয়ে বাজে শট বলে উল্লেখ করেছেন ভারতীয় ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার। নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, ‘ওহ প্রিয়! বিরাট নিজেও জানে আউট হওয়ার পথে সে নিজের ক্যারিয়ারের সবচেয়ে বাজে শটটি খেলেছে। তার অনুভূতি বুঝতে পারছি…কারণ সব সময়ই সৎ ও নিখুঁত খেলার মানসিকতা নিয়ে সে খেলতে নামে।’
কোহলির সাম্প্রতিক ফর্মটা তার নামের প্রতি ঠিক সুবিচার করতে পারছে না। টেস্টের সর্বশেষ ১১ ইনিংসে তিনি মাত্র দুটি ফিফটি করেছেন, তার এমন অধারাবাহিক ফর্ম ভারতকে চলতি সিরিজে ভোগাচ্ছে। অবশ্য কেবল তিনিই নন, রোহিতসহ টপ অর্ডাররাও ব্যর্থ হয়েছেন কিউই বোলারদের সামনে। ২৩ বছর পর এবার প্রথম ভারত সিরিজের দুই টেস্টেই ১০০ রানের বেশি ব্যবধানে প্রথম ইনিংসে পিছিয়ে আছে।
বেঙ্গালুরু টেস্টের প্রথম ইনিংসে ঘরের মাঠে সর্বনিম্ন ৪৬ রানে অলআউট হওয়ার পর নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ৪০২ রান তোলে। এতে ৩৫৬ রানের বড় ব্যবধানে পিছিয়ে যায় রোহিত-পান্তরা। শেষমেশ সেই টেস্ট ৮ উইকেটে হেরে যায় ভারত। এবার পুনের মহারাষ্ট্র ক্রিকেট এসোসিয়েশন স্টেডিয়ামে চলছে সিরিজের দ্বিতীয় টেস্ট। সিরিজ বাঁচানোর লড়াইয়ে নেমে ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে ২৫৯ রান তোলে কিউইরা। সেই রানের জবাবে টিম ইন্ডিয়া তাদের প্রথম ইনিংসে ১৫৬ রানে অলআউট হয়ে যায়। ফলে প্রথম ইনিংসে তারা পিছিয়ে রয়েছে ১০৩ রানের বড়সড় ব্যবধানে।
আজ দ্বিতীয় দিন শেষ হওয়ার আগে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে ১৯৮ রান তুলেছে কিউইরা। ফলে তাদের লিড দাঁড়াল ৩০১ রানে। সফরকারীদের পাঁচ উইকেটের চারটিই গেছে আগের ইনিংসে সাত উইকেট নেওয়া ওয়াশিংটন সুন্দরের দখলে। কিউইদের হয়ে সর্বোচ্চ ১৩৩ বলে ৮৬ রানের ইনিংস খেলেছেন অধিনায়ক টম লাথাম।