শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪, ০৪:১৫:৪০

টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর

টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর

স্পোর্টস ডেস্ক :  লিওনেল মেসিকে বলা হয় ফুটবলের যাদুকর। আর্জেন্টাইন এই মহাতারকাকে নিয়ে তার ভক্তদের আগ্রহের সীমা নেই। খেলার মাঠে তার প্রতিটি পাস, গোল, গতিবিধি এবং উদযাপন নিয়ে চলে চুলচেরা বিশ্লেষণ। এবার কাজটিকে আরও সহজ করে দিল মেজর লিগ সকার।

মেজর লিগ সকারে এখন থেকে প্রতি ম্যাচে বুকে একটি ক্যামেরা নিয়ে মাঠে নামবেন মেসি। এতে করে আর্জেন্টাইন তারকার প্রতিটি মুভ আরও ভালোভাবে দেখতে পারবেন ভক্তরা। বুকে লাগানো এই ক্যামেরার সরাসরি দেখাবে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক। এমএলএস এবং ইন্টার মায়ামির অফিসিয়াল টিকটকে চলবে সেই লাইভ।

বুকে ক্যামেরা লাগিয়ে মেসির খেলা দেখানোর বিষয়টিকে এমএলএস কর্তৃপক্ষ নাম দিয়েছে ‘দ্য প্লেয়ার্স স্পটলাইট’।  প্রতিটি ম্যাচের কিকঅফের পাঁচ মিনিট আগে লাইভে যাবে ‘প্লেয়ার স্পটলাইট’ স্ট্রিম। পুরো বিষয়টি টুইটারে পোস্ট করে জানিয়েছে মেজর লিগ সকার কর্তৃপক্ষ।

এই ক্যামেরার মাধ্যমে প্রতিটি মুভের সময় মেসি কী দেখেন সেটা জানতে পারবেন তার সমর্থকরা।  এই কিংবদন্তির ভিশন বা ফিল স্ক্যানিং নিয়ে ফুটবলপ্রেমিদের কৌতুহলের শেষ নেই। তাদের মনের খোরাক মেটাবে এটি। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে এটিকে 'মেসি ক্যাম' নামেও অভিহিত করছেন।

মায়ামিতে মেসি তার ১৬ মাসের অধ্যায়ে গত বছর লিগস কাপ শিরোপা জিতেছেন। অক্টোবরে এমএলএস সাপোর্টার্স শিল্ডও হাতে নিয়েছেন। যুক্তরাষ্ট্র লিগের সবচেয়ে বড় প্রতিযোগিতা এমএলএস কাপে ফেভারিট হয়ে মাঠে নামবে তার দল মায়ামি।  

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে