মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪, ১১:১৫:০২

সকলকে অভিনন্দন জানালেন লিওনেল মেসি

সকলকে অভিনন্দন জানালেন লিওনেল মেসি

স্পোর্টস ডেস্ক : নানা নাটকীয়তার পর অবশেষে ঘোষণা হল ২০২৪ সালের ব্যালন ডি'অর জয়ীর নাম। রিয়ালের ভিনিকে পেছনে ফেলে ব্যালন ডি'অর পুরস্কার জিতেছেন ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। 

এদিকে বর্ষসেরা গোলরক্ষক হয়েছেন অ্যাস্টন ভিলার আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। রদ্রি-মার্টিনেজের পাশাপাশি আর্জেন্টিনার যারা নমিনেশন পেয়েছিল তাদেরও প্রশংসা করেছেন লিওনেল মেসি।

প্যারিসের থিয়েটার দু শাতলেতে সোমবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত হয় ব্যালন ডি'অরের অনুষ্ঠান। সেখানে বর্ষসেরা ফুটবলার, বর্ষসেরা গোলরক্ষকের পাশাপাশি আরও অনেক পুরস্কার দেয়া হয়। ২০২৪ ব্যালন ডি'অর পুরস্কার জিতেছেন রদ্রি। সেরা গোলরক্ষক হয়েছেন এমি মার্টিনেজ। ছেলেদের বর্ষসেরা কোচ হয়েছেন রিয়ালের আনচেলত্তি। 

এছাড়াও যারা যারা পুরস্কার পেয়েছেন সকলকেই অভিনন্দন জানিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। বিশেষ করে মার্টিনেজকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। আর আর্জেন্টিনার যারা নমিনেশন পেয়েছিল তাদেরও প্রশংসা করেছেন লিওনেল মেসি।

সোমবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লাউতারো এবং এমির একটি ছবি শেয়ার করে মেসি লেখেন, 'ব্যালন ডি'অর ২০২৪-এর জন্য সমস্ত বিজয়ী এবং মনোনীতদের অভিনন্দন। বিশেষ করে ডিবুকে (এমিলিয়ানো মার্টিনেজ), বিশ্বের সেরা গোলরক্ষকের জন্য আরও একটি পুরস্কার। এবং লাউতারো, স্ক্যালোনি এবং গার্নাচোকে অভিনন্দন।'

২০২০ সাল থেকে ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলায় খেলছেন আর্জেন্টিনার গোলরক্ষক মার্টিনেজ। প্রিমিয়ার লিগের দলটিতে দুর্দান্ত সব সেভ করে বেশ প্রশংসাও কুড়াচ্ছেন তিনি। গত মৌসুমে সেরা চারে থেকে ভিলার চ্যাম্পিয়ন্স লিগে ফেরায় বড় অবদান রেখেছেন তিনি। 

সোভিয়েত ইউনিয়নের সাবেক গোলরক্ষক লেভ ইয়াশিনের নামে ২০১৯ সাল থেকে বর্ষসেরা গোলরক্ষককে ইয়াশিন ট্রফি দিচ্ছে ফ্রান্স ফুটবল। প্রথম ফুটবলার হিসেবে দুইবার এই পুরস্কার জিতে বেশ খুশি মার্টিনেজ। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে