বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ০৬:৫৯:৪২

তীব্র জ্বর আর শরীরে প্রচণ্ড ব্যথায় কাতর লিটন দাস

তীব্র জ্বর আর শরীরে প্রচণ্ড ব্যথায় কাতর লিটন দাস

স্পোর্টস ডেস্ক: চট্টগ্রাম টেস্টে লিটন দাস নেই, সকালে এমন খবর শুনে অনেকেরই মন খারাপ হয়েছিল। তারা ভেবেছিল, চোট কিংবা ফর্মহীনতার কারণেই হয়তো দলে নেই প্রিয় ক্রিকেটার। কিন্তু না, ভিন্ন কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামেননি ৩০ বছর বয়সী এই উইকেটকিপার ও ব্যাটসম্যান।

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে সে তথ্যই জানিয়েছে বিসিবি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লিটন দাস তীব্র জ্বরে ভুগছেন। সঙ্গে তার শরীরে প্রচণ্ড ব্যথা, শারীরিক দুর্বলতা ও সর্দি-কাশি। বলতে গেলে পুরোপুরি অসুস্থ তিনি।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যা থেকেই লিটন উচ্চমাত্রার জ্বরে ভুগছেন। পরে মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে জানানো হয়, তিনি এই টেস্ট থেকে ছিটকে গেছেন।

তিনি আরও বলেন, বর্তমানে লিটন হোটেল কক্ষে আইসোলেশনে রয়েছেন।

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে