স্পোর্টস ডেস্ক : চট্টগ্রাম টেস্টের প্রথম দিনই ব্যাকফুটে চলে যেতে হয়েছিলো বাংলাদেশ দলকে। নিরেট ব্যাটিং উইকেট। যার ফলে সারাদিন ৮১ ওভার বল করে মাত্র ২টি উইকেট নিতে পেরেছিলো বাংলাদেশ দলের বোলাররা।
প্রথম দিনই সেঞ্চুরি করেছিলেন দু’জন। ১০৬ রান করে ত্রিস্টান স্টাবস আউট হয়ে গেলেও ১৪১ রান নিয়ে উইকেটে ছিলেন টনি ডি জর্জি। আজ দ্বিতীয় দিন সকালে জর্জি এবং বেডিংহ্যাম মিলে দক্ষিন আফ্রিকাকে অনায়াসে ৪০০ রানের দিকে নিয়ে যাচ্ছিলেন।
জর্জি আর বেডিংহ্যাম মিলে ১১৬ রানের বিশাল জুটি গড়ে ফেলেন। অবশেষে তাইজুল ইসলামের ঘূর্ণি কথা বলতে শুরু করে। দ্রুত একের পর এক - তিনটি উইকেটের পতন ঘটান তিনি। ফিরিয়ে দেন বেডিংহ্যাম, টনি ডি জর্জি এবং কাইল ভেরেইনিকে।
৩৮৬ থেকে ৩৯১ - এই ৫ রানের মধ্যে ৩ উইকেট নেন তাইজুল ইসলাম। এ নিয়ে ১৪তম বার তিনি টেস্টের এক ইনিংসে ৫ উইকেট নিলেন।
এ রিপোর্ট লেখার সময় দক্ষিণ আফ্রিকার রান ৫ উইকেট হারিয়ে ৪০৪। ৭ রান নিয়ে রায়ান রেকিলটন এবং উইয়ান মুলদার ব্যাট করছেন ৭ রানে। তাইজুল ইসলাম একাই নেন ৫ উইকেট।