শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪, ১১:০৫:১৩

বিরাট কোহলি আবারও অধিনায়ক হয়ে ফিরছেন!

বিরাট কোহলি আবারও অধিনায়ক হয়ে ফিরছেন!

স্পোর্টস ডেস্ক : আবারও অধিনায়কের ভূমিকায় দেখা যাবে বিরাট কোহলিকে। যদিও সেটা জাতীয় দলে নয়, আইপিএলে। ২০২১ আইপিএলের পর আরসইবির অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ২০২৫ আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কোহলিকে নেতৃত্বে ফেরাচ্ছে।

কোহলি দায়িত্ব ছাড়ার পর ২০২২ থেকে ২০২৪ পর্যন্ত বেঙ্গালুরুকে নেতৃত্ব দিয়েছেন ফাফ ডু প্লেসি। তবে তাতে সফলতা এনে দিতে পারেননি প্রোটিয়া এই অধিনায়ক। এর আগে ৯ বছর বেঙ্গালুরুর অধিনায়ক ছিলেন কোহলি। তার অধীনেও শিরোপা জিততে পারেনি ফ্র্যাঞ্চাইজিটি। তবে কোহলির অধীনে ২০১৬ সালে ফাইনাল খেলেছিল দলটি।  

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সামনের আসরে নেতৃত্ব গ্রহণ নিয়ে বেঙ্গালুরুর সঙ্গে আলোচনা হয়েছে কোহলির। ফলে আগামী আসরে অধিনায়ক হিসেবে দেখা যাবে ভারতের সাবেক এই অধিনায়ককে।

আগামী বছরের আইপিএলকে সামনে রেখে ডিসেম্বরে হবে নিলাম। তার আগে অক্টোবরের ৩১ তারিখ পর্যন্ত দলগুলোকে প্লেয়ার রিনেটশনের জন্য সময় বেঁধে দেয়া হয়েছিলো। সেখানে তিনজন ক্রিকেটারকে ধরে রেখেছে বেঙ্গালুরু। বিরাট কোহলির পাশাপাশি ফ্র্যাঞ্চাইজিটি ধরে রেখেছে রজত পতিদার এবং যশ দয়ালকে।

কোহলির নেতৃত্বে মোট ১৪৩টি ম্যাচ খেলেছে বেঙ্গালুরু। যেখানে ৬৬ ম্যাচ জয়ের বিপরীতে হেরেছে ৭০টি। এছাড়া তিনটি টাই এবং চারটি ম্যাচে কোনো ফল হয়নি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে