রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৬, ১০:০৮:৫০

অন্যদের চেয়ে একটু বেশিই ‘পরিশ্রমী’ মুশফিক!

অন্যদের চেয়ে একটু বেশিই ‘পরিশ্রমী’ মুশফিক!

স্পোর্টস ডেস্ক: খুলনা-চট্টগ্রামে দু’পর্বের অনুশীলন শেষ ঢাকায় তৃতীয় পর্বের অনুশীলন সারছেন টাইগাররা।

শনিবার দুপুর তিনটা থেকে তৃতীয় ধপার অনুশীলন শুরু করেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। যদিও প্রথম দিনের অনুশীলনটা একেবারে সাদামাটা কেটেছে। প্রথম দিনে ক্রিকেটারদের বেশিরভাগই জিম করে সময় কাটিয়েছেন।

তবে সবার চেয়ে একটু আলাদা ছিলেন মুশফিক। তিনি বরাবরের মতো কিছুটা ভিন্ন। তিনি তিনটার আগেই মিরপুরে এসে ইনডোর ব্যাটিং অনুশীলন সেরেছেন।

শনিবার টাইগারদের স্কিল অনুশীলন না হলেও আজ থেকে পুরো দমে চলবে ক্রিকেটারদের স্কিল অনুশীলন পর্ব। ২৪ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরুর আগে সময় মাত্র তিন দিন। এই কয়দিনে ক্রিকেটাররা নিজেদের সেরা প্রস্তুতি নিয়ে নিতে চাইবে এটাই স্বাভাবিক।

চট্টগ্রামে দ্বিতীয় পর্বের অনুশীলন শেষে তিনদিন ছুটি কাটিয়ে তৃতীয় পর্বের অনুশীলনে এসে প্রাণবন্ত দেখা গেছে ক্রিকেটারদের। একদিকে জিম অন্যদিকে সতীর্থদের সঙ্গে খোশগল্পে মেতে থাকেন সবাই। জিমে তাদের বেশির ভাগ সময়ই আড্ডা দিয়ে কেটেছে তাদের।

প্রসঙ্গত, আজ দুপুর আড়াইটায় ক্রিকেটারদের অনুশীলন করার কথা রয়েছে।
২১ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে