স্পোর্টস ডেস্ক: সন্তান সম্ভবা স্ত্রীর বিপদের মুর্হূতে পাশে থাকতে গতকাল (শনিবার) ব্যাংককের উদ্দেশ্যে উড়াল দিয়েছিলে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।
প্রথমবারের মতো বাবা হওয়ার স্বাদ পেতে যাচ্ছেন তামিম। চলতি মাসের শেষের দিকে তামিম পরিবারে আসছে নতুন অতিথি। আর এ নিয়ে অনন্দে পুরো পরিবার। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখালেও স্ত্রীর পাশে থাকতে দেশে ফিরে আসেন তামিম। আবার ঘরের মাঠে আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে টি২০ ফরম্যাটের এশিয়া কাপ। সেখানেও পাওয়া যাবে না মারমুখি এই ওপেনারকে।
স্ত্রীকে সময় দিতে ব্যাংককে যাওয়ার পথে তামিম জানান, প্রথমবারের মত বাবা হতে যাওয়ায় তিনি দারুণ রোমাঞ্চিত। তবে এর জন্য খেলা হবে না এশিয়া কাপ। সে প্রসঙ্গে তামিম বলেন, ‘এশিয়া কাপে না খেলার সিদ্ধান্ত নেয়াটা অনেক কঠিন ছিল। কিন্তু পরিবারের কথা ভেবে আমাকে তা করতে হয়েছে। যদি ও (আয়শা) ঐ সময় কোনো কঠিন সমস্যায় পরে, আর তখন আমি যদি পাশে থেকে সাহায্য না করতে পারি, তাহলে নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না।’
২১ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর