রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:৫৯:০০

বিশ্বসেরা হয়েও নিজ গ্রামের ক্লাবকে ভুলেননি মিরাজ

বিশ্বসেরা হয়েও নিজ গ্রামের ক্লাবকে ভুলেননি মিরাজ

আরিফুর রাজু: প্রথম বারের মত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ সেমিফাইনালে খেলে বিশ্বকে জাত চিনিয়েছে বাংলাদেশ। মূলত অধিনায়ক মেহেদী হাসান মিরাজের যোগ্য নেতৃত্ব ও দলীয় বেশ কয়েকজন খেলোয়াড়ের ভালো পারফরম্যান্সের সুবাধে বাঘা বাঘা দেশকে হারিয়ে এগিয়ে যায় টাইগাররা। শুধু কি বিশ্বকাপ?  বিশ্বকাপ পূর্ব প্রস্তুতি ম্যাচেও ভেলকি দেখায় শান্ত-সাইফরা।

জয়ের খুব কাছ থেকে ফিরে আসায় দুঃখ রয়ে গেছে টাইগার শিবিরে। কারণ সেমিফাইনালে তাদের চেয়ে অপেক্ষাকৃত দূর্বল ক্যারিবীয়ানদের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বাদ পড়েছিল তারা। তবে সে হতাশ কিছুটা মিটে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে প্রতিশোধ নেয়ার মাধ্যমে। তারপর আবার টাইগার মিরাজের ‘ম্যান অব দ্য সিরিজ’ ছিল বাংলাদেশের বড় অর্জন।

এতসব অর্জন আর ১৬ কোটি বাংলাদেশি মানুষের ভালোবাসায় সিক্ত হয়েও গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দেননি মেহেদি হাসান মিরাজ। এখনো সেই আগের মতই আছেন তিনি। ভুলে যাননি অতীত। বিশ্বকাপ শেষে ছুটি পেয়ে ছুটে গেছেন যেখানে তার ক্রিকেটের হাতে খড়ি। জন্মস্থান খুলনায় ফিরেই নিজের ক্রিকেট একাডেমি ‘কাশিপুর মুসলিম ক্রিকেট একাডেমিতে' বেশ কিছুক্ষণ সময় কাটান মিরাজ। এমনকি তাদের সঙ্গে ছবি তুলতেও ভুলেননি দেশসেরা এই খেলোয়াড়।
২১ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে