রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৬, ১২:১০:৫৯

পিএসএলে দুর্দান্ত পারফর্ম করে রেকর্ডবুকে সেই মোহাম্মদ সামি

পিএসএলে দুর্দান্ত পারফর্ম করে রেকর্ডবুকে সেই মোহাম্মদ সামি

স্পোর্টস ডেস্ক : এক কথায় আসাধারণ পারফর্মম্যান্স মোহাম্মদ সামির। সামির জ্বলে ওঠা ভাগ্য ফিরিয়েছে তার দলকে।

মোহাম্মদ সামি শিরোপার দিকে নিয়ে যাচ্ছেন সতীর্থদের। সাকিব-আফ্রিদির করাচি কিংস ম্যাচে জয় পেয়ে ফাইনালের পথে হাঁটার জন্য মাঠে নামে।

কিন্তু সামির দুর্দান্ত বোলিংয়ে আশায় গুড়েবালি পড়ে করাচির। বিপিএলে স্বপ্ন ভঙ্গ হয়েছিল সামির। গোটা টুর্ণামেন্টে ভালো বল করেও দলকে শিরোপা জিতাতে পারেননি সামি।

অলক কাপালির ব্যাটে স্বপ্ন ভঙ্গ হয়েছিল মোহাম্মদ সামিদের। ইসলামাবাদকে দুর্দান্ত এক জয় এনে দিয়েছেন তিনি। ৪ ওভার বল করে রান দিয়েছেন মাত্র ৮টি।

টি-টোয়েন্টিতে এমন বোলিংকে অঘটন বললে ভুল হওয়ার কথা নয়। এই অঘটনঘটনপটিয়সী হয়েছেন পাকিস্তানের তারকা মোহাম্মদ সামি।   

সামি সেখানে ৫ টি উইকেট নিয়েছেন। পিএসএলে এমন দুর্দান্ত পারফর্ম করে রেকর্ডবুকে সেই সামি। সেরা বোলিং ফিগারে রান রেটের দিক থেকে আফ্রিদির পরে সামি।

আফ্রিদি ৪ ওভারে ৭ রান দিয়ে ৫টি উইকেট নিয়েছিলেন। এক ম্যাচে পিএসএলে রবি বোপারা অবশ্য ৬ টি উইকেট নিয়েছিলেন।

তবে তিনি ৪ ওভারে রান দিয়ে ছিলেন ১৬টি। সামির দল রোববার রাতে আফ্রিদির পেশোয়ারের বিপক্ষে ফাইনালে যাওয়ার লড়াইয়ে নামবে।

সামিরা জয় পেলে এটি হবে বড় একটি চমক। কেননা তামিমের জালমি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে যায়। অন্যদিকে মিসবাহর ইসলামাবাদে হায় হায় লেগেই ছিল। রোববারের এই দুই টিমের মধ্যে লড়াই জমে উঠবে বেশ।
২১ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে