রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৬, ১২:৪৪:৩১

মাশরাফিদের পারিশ্রমিক নতুন করে নির্ধারণ করেছে বিসিবি

মাশরাফিদের পারিশ্রমিক নতুন করে নির্ধারণ করেছে বিসিবি

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটারদের বেশ কয়েকটি সারিতে ভাগ করেছে ক্রিকেট বোর্ড। ক্রিকেটারদের সর্বোচ্চ ক্যাটাগরি হিসাবে থাকছে এ+ ক্যাটাগরি।

জাতীয় দলের শীর্ষ ক্রিকেটাররাই থাকবেন এই তালিকায়। সম্প্রতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের জন্য নতুন করে মাশরাফিদের পারিশ্রমিক নির্ধারণ করেছে বিসিবি কর্মকর্তারা।

সর্বোচ্চ ক্যাটাগরির ক্রিকেটাররা পাবেন ৩০ লাখ করে। এরপরে এ গ্রেডে যারা থাকবেন তারা পাবেন ২৫ লাখ টাকা, বি+ গ্রেডের ক্রিকেটাররা ২০ লাখ, বি গ্রেডের ক্রিকেটাররা ১৫ লাখ, সি গ্রেডের ক্রিকেটাররা ৮ লাখ, ডি গ্রেডের ক্রিকেটাররা পাবে ৪ লাখ ৫০ হাজার টাকা।

ই ক্যাটাগরির ক্রিকেটাররা পাবেন এর চেয়েও কম। জাতীয় দলের বাইরে থাকা অনেক ক্রিকেটারই খেলে থাকেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের আসরে।

জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটাররা অবশ্য খুশি নন এই ক্যাটাগরিতে। তাদের অনেকের ধারনা তারা পেছনের ক্যাটাগরিতেই থাকবেন।

এই বিষয়ে কেউ কেউ বলেছেন, এমন হলে ক্রিকেট ছেড়ে দেয়া উচিৎ। জাতীয় দল থেকে বাদ পড়া আবদুর রাজ্জাকও রয়েছেন ক্ষোভ প্রকাশ করাদের তালিকায়।
২১ফেব্রুয়ারি ২০১৬/ এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে