মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ০৩:০১:০৩

ক্রিকেটে ঘটলো অবিশ্বাস্য ঘটনা, এবার ৩ বলে ৩০ রান!

ক্রিকেটে ঘটলো অবিশ্বাস্য ঘটনা, এবার ৩ বলে ৩০ রান!

স্পোর্টস ডেস্ক : টি-টেন লিগ নিয়ে এমনিতেই বিতর্কের শেষ নেই। এবারের আসরের শুরু থেকেই নতুন করে সমালোচনার মুখে পড়েছে টুর্নামেন্টটি। 

কদিন আগে আবুধাবি টি-টেনের ম্যাচে অস্বাভাবিক ‘নো’ বল করেছিলেন মোহাম্মদ বিলাল নামের এক পেসার। প্রায় দুই ফুট বড় ওই নো বল নিয়ে সোশ্যাল মিডিয়ায় ফিক্সিংয়ের গুঞ্জন উঠেছে। প্রশ্ন তুলছেন সাবেক ক্রিকেটারদের কেউ কেউ। এর মধ্যেই এবার লঙ্কান অলরাউন্ডার দাসুন শানাকা স্রেফ ৩ বলে ৩০ রান দিয়ে নতুন করে বিতর্ক উস্কে দিলেন যেন।

গতকাল (সোমবার) দিল্লি বুলসের মুখোমুখি হয়েছিল সাকিব আল হাসানের দল বাংলা টাইগার্স। ম্যাচটিতেই ঘটেছে এমন ঘটনা। দিল্লি ইনিংসের নবম ওভারে বল হাতে তুলে নিয়েছিলেন শানাকা। 

শানাকার প্রথম বলটি বাউন্ডারি ছাড়া করেন ব্যাটার। আসে চার রান। পরের দুটি নো বল করেন শানাকা। সেই দুই বল থেকেও আসে দুটি চারের মার। পরের বলে অর্থাৎ ওভারের দ্বিতীয় বৈধ ডেলিভারিতেও চার মারেন ব্যাটসম্যান। ওভারের তৃতীয় বলে ছক্কা। পরের দুটি বলও নো করেন শানাকা, যার শেষ বলটিতে হয়েছে চার। সব মিলিয়ে ঘটনাবহুল ওই ওভারটিতে ৩ বলেই ৩০ রান দেন লঙ্কান অলরাউন্ডার। পুরো ওভারে দেন ৩৩ রান। 

চার নো বলের ওভারটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেকেই প্রশ্ন তুলছেন। ফিক্সিংয়ের গন্ধ খুঁজে পাচ্ছেন কেউ কেউ। সন্দ্বীপ নামের এক সমর্থক আইসিসিকে ট্যাগ করে সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) লিখছেন, ‘এক ওভারে চার নো বল। টি-টেন লিগ কি কোনো কৌতুক নাকি ফিক্সিংয়ের জন্য সুযোগ দেওয়ার মঞ্চ।’

অবশ্য ম্যাচটিতে জয় পেয়েছে শানাকা-সাকিবের বাংলা টাইগার্স। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ১২৩ রান করেছিল দিল্লি। রান তাড়ায় ২ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করেছে সাকিবরা। এবারের আসরে তিন ম্যাচে প্রথম জয়ের দেখা পেল তারা। বল হাতে বিতর্ক উস্কে দেওয়া শানাকা ব্যাট হাতে খেলেন ১৪ বলে ৩৩ রানের ইনিংস। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে