স্পোর্টস ডেস্ক: স্প্যানিশ লিগের দুই চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। বর্তমানে দুই ক্লাবের শিরোপা জয়ের পাশাপাশি চলছে এমএসএন (মেসি-নেইমার-সুয়ারেজ) বনাম বিবিসি ত্রয়ীর (বেনজেমা-বেল-ক্রিশ্চিয়ানো) যুদ্ধ। নিজেদের প্রতিটি খেলায় একের পর এক খেলায় দুর্দান্ত খেলা উপহার দিচ্ছেন রোনালদো-বেনজামা কিংবা মেসি-নেইমার।
তবে এবার রিয়াল তারকাকে দলে ভিড়িয়ে যুদ্ধের ইতি টানতে চাইছেন নেইমার। একটি স্প্যানিশ সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে নেইমার বলেন, 'আমি ক্রিশ্চিয়ানোর ভক্ত। সে একজন লিজেন্ড। সে যদি বার্সার হয়ে খেলতে তবে খুবই ভালো হতো।'
গার্দিওলা নাকি হোসে মরিনহো কাকে বেছে নেবেন নেইমার-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আমি তাদের দুজনেরই প্রশংসা করি। কিন্তু আমার কোচ লুইস এনরিকে আর আমি বার্সার হয়ে খেলি। আমার জবাবটাও সেরকমই হবে।' -গোল ডটকম।
২১ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর