রবিবার, ০১ ডিসেম্বর, ২০২৪, ০৮:১৬:০৮

আজ বাংলাদেশ দলে দুই পরিবর্তন

আজ বাংলাদেশ দলে দুই পরিবর্তন

স্পোর্টস ডেস্ক : ফের টসে জিতেছেন মেহেদী হাসান মিরাজ। তবে ফিল্ডিং নয়, এবার ব্যাটিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। বাংলাদেশ দলে দুটি পরিবর্তন, জাকির হাসানের জায়গায় সাদমান ইসলাম ও পেসার শরীফুলে জায়গায় একাদশে ঢুকেছেন নাহিদ রানা। ওয়েস্ট ইন্ডিজ খেলবে প্রথম টেস্টের একাদশ নিয়েই। খেলা শুরু হয় বাংলাদেশ সময় শনিবার (৩০ নভেম্বর) রাত ২টায়।

বাংলাদেশ একাদশ
মাহমুদুল হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, শাহাদত হোসেন, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ
ক্রেইগ ব্রাফেট (অধিনায়ক), জশুয়া ডি সিলভা, অলিক আথানেজ, কিসি কার্টি, জাস্টিন গ্রেভস, কাভেম হজ, আলজারি জোসেফ, শামার জোসেফ, মিকাইল লুই, কেমার রোচ, জেইডেন সিলস।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে