স্পোর্টস ডেস্ক : ফুটবল দুনিয়ার চিরপ্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত ব্রাজিল আর আর্জেন্টিনা। দুই দলের ম্যাচ নিয়ে মাঝেমধ্যেই তুলকালাম ঘটে যায়। তবে এবার রীতিমতো আপত্তিকর ঘটনা ঘটল মেয়েদের ফুটবলে। ব্রাজিলে খেলতে গিয়ে বর্ণবাদী আচরণের দায়ে গ্রেপ্তার হলেন আর্জেন্টিনার চার নারী ফুটবলার মিলাগরোস দিয়াজ, হুয়ানা কানগারো, কামিলা দুয়ার্তে এবং কান্দেলা দিয়াজ।
সম্প্রতি ‘লেডিস কাপ’ নামে এক প্রীতি টুর্নামেন্ট খেলতে ব্রাজিলের সাও পাওলোতে গিয়েছিল আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেটের নারী দল। ২১ ডিসেম্বর গ্রেমিওর সঙ্গে ম্যাচে ঘটে বর্ণবাদী আচরণের ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, কান্দেলা দিয়াজ কাউকে উদ্দেশ্য করে বানরের মতো অঙ্গভঙ্গি করছেন! এছাড়া বেঞ্চে থাকা খেলোয়াড়দের সঙ্গেও বর্ণবাদী আচরণের অভিযোগ উঠেছে।
গোল করার পর ফ্যাসিস্টের বংশধরকে দর্শকদের ঘৃণাগোল করার পর ফ্যাসিস্টের বংশধরকে দর্শকদের ঘৃণা
এই ঘটনার প্রতিবাদে মাঠ ছেড়ে যান গ্রেমিওর খেলোয়াড়রা। রিভার প্লেটের ছয় ফুটবলারকে লাল কার্ড দেখান রেফারি। তাছাড়া ম্যাচ ১–১ গোলে ড্র থাকলেও গ্রেমিওকেই বিজয়ী ঘোষণা করা হয়। ম্যাচ শেষে আর্জেন্টিনার চার ফুটবলারকে গ্রেপ্তার করে ব্রাজিলের পুলিশ। গতকাল সোমবার এই চারজনকে প্রিভেনটিভ ডিটেনশন বা আটকে রাখার নির্দেশ দিয়েছেন ব্রাজিলের একটি আদালত। অশ্বিনের বিকল্প হিসেবে ভারতীয় দলে অচেনা অল-রাউন্ডারঅশ্বিনের বিকল্প হিসেবে ভারতীয় দলে অচেনা অল-রাউন্ডার
নারী ফুটবলের প্রচার ও উন্নতির লক্ষ্যে আয়োজিত ‘লেডিস কাপ’ থেকে রিভার প্লেটকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এক বিবৃতিতে রিভার প্লেটও তাদের খেলোয়াড়দের এমন বর্ণবাদী অঙ্গভঙ্গির নিন্দা জানিয়েছে। সেইসঙ্গে পাশাপাশি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের ঘোষণাও দিয়েছে। এ ধরনের আচরণ নির্মূলে একসঙ্গে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেছে আর্জেন্টিনার ক্লাবটি।