বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ০১:৪৩:০৪

অবশেষে ভিসা নীতি সহজ করার ঘোষণা

অবশেষে ভিসা নীতি সহজ করার ঘোষণা

স্পোর্টস ডেস্ক : ভেন্যু জটিলতা কাটিয়ে অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। ভারতের পরিকল্প অনুযায়ী হাইব্রিড মডেলেই পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে হবে চ্যাম্পিয়নস ট্রফি। 

এ জন্য চ্যাম্পিয়ন্স ট্রফির সূচিও ঘোষণা করেছে আইসিসি। যেখানে অংশ নেবে ৮টি দল। এদিকে ক্রিকেট প্রমীদের মাঠে বসে নির্বিঘ্নে খেলা উপভোগ করতে উদ্যোগ নিয়েছে আয়োজক দেশটি। তাতে ভিসা নীতি সহজ করার ঘোষণা দিয়েছে পাকিস্তান।

বুধবার (২৫ ডিসেম্বর) দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এক ঘোষণায় বলেন, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ২০২৫ সংস্করণে বিশ্বজুড়ে ক্রিকেট ভক্তদের জন্য ভিসা নীতি সহজ করবে পাকিস্তান।

আগামী ১৯ ফেব্রুয়ারি করাচিতে শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফির আসর। যা সামনে রেখে টুর্নামেন্টের সূচিও চূড়ান্ত করে ফেলেছে আইসিসি। এখন অপেক্ষা টুর্নামেন্ট মাঠে গড়ানোর। তবে এই টুর্নামেন্ট নিয়ে কম বেগ পেতে হয়নি পিসিবিকে। যার প্রশংসা করেছেন তথ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘পিসিবি তার দায়িত্ব সবচেয়ে ভালোভাবে পালন করছে।’ সেই সঙ্গে ভারতের সঙ্গে দ্বন্দ্ব নিয়ে তার মত, ‘ক্রীড়াকে রাজনীতির বাইরে রাখা উচিত।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে