স্পোর্টস ডেস্ক: বেশ কিছুদিন যাবত ফর্মহীনতায় ভুগছেন বাংলাদেশি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বিপিএলে রংপুর রাইডার্সের অধিনায়ক ছিলেন। সেখানে হয়েছেন ব্যর্থ। আবার পাকিস্তান সুপার লিগে খেলতে গিয়ে দু’একটি ম্যাচ ছাড়া সব ম্যাচেই ব্যর্থতার পরিচয় দিয়েছেন দেশ সেরা এই খেলোয়াড়। আবার সদ্য শেষ হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও ছিলেন নিষ্প্রভ। এক কথায় কোথায় যেন হারিয়ে গেছে সাকিবের আগের সেই পারফরম্যান্স।
এমন বাজে ফর্মের কারণে টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়েও তার ধস। হারিয়েছেন প্রথম স্থানের যোগ্যতা। এছাড়া প্রায়ই ফর্ম থেকে কোথায় যেন হারিয়ে যান সাকিব।
বিষয় গুলো সাকিব নিজেও বুঝতে পারেন। তবে সামনে এশিয়াকাপ ও টি২০ বিশ্বকাপ। তাই খারাপ সময় থেকে তার বের হওয়াও জুরুরি। তাই ছোটবেলার শিক্ষক কোচ সালাউদ্দিনের শরণাপন্ন হয়ে গেলেন তিনি। শনিবারই গুরুর সান্নিধ্যে সাকিব কাটালেন প্রায় তিন ঘণ্টা। এই তিন ঘণ্টার সেশনে সাকিব চেষ্টা করেছেন, তার ভুলগুলো বের করার।
সালাউদ্দিনের কাছ থেকে তিন ঘণ্টার সেশন শেষ করে আসার পর গণমাধ্যমকে সাকিব বলেন, `সব সময়ই দেশের জার্সি পরে মাঠে নামার পর উত্তেজনাবোধ করি। কারণ, দেশের জার্সিটাই আমার কাছে বড় অনুপ্রেরণা। সুতরাং, দেশের জার্সি গায়ে মাঠে নামার আগে প্রস্তুতিতে কোন খাঁদ রাখতে চাই না। এ কারণেই আমি চেষ্টা করেছি, সীমাবদ্ধতাগুলো শোধরানোর চেষ্টা। আমার বিশ্বাস, এই সেশনটা মাঠে নামার পর আমার খেলায় বেশ কাজে আসবে। ভুলগুলো শুধরে আবার সঠিক ফর্মে ফিরতে পারবো।`
২১ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর