বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪, ১২:২৮:১৪

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’

স্পোর্টস ডেস্ক : বর্ণিল আয়োজনের মাধ্যমে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)  থিম সং ও গ্রাফিতি প্রকাশ করেছে বিসিবি। ৩০ ডিসেম্বর শুরু হতে যাওয়া একাদশ বিপিএলের থিম সং লেখায় হাত লাগিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 

বিপিএলের নতুন আসরকে ঘিরে তৈরি হওয়া থিম সংটি গেয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি শিল্পী মুজা। সেই সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন রায়েফ আল হাসান রাফা ও র‌্যাপার হান্নান হোসাইন।

গানের দুটি লাইন লিখেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, এমনটা জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
আজ সন্ধ্যায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মিডিয়া প্লাজায় অনুষ্ঠিত বিপিএল–২০২৫–এর থিম গ্রাফিতি ও থিম সং প্রকাশের অনুষ্ঠানে আসিফ মাহমুদ তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ‘আমি যখন স্যারকে বলি, স্যার, আপনি তো অলিম্পিকসহ অনেক অনেক বড় ইভেন্টের ডিজাইনে পরামর্শ দিয়ে থাকেন, আমাদেরও যদি একটু সহায়তা করেন। 

আমি তখন আশা করিনি যে স্যার ব্যক্তিগতভাবে এতটা সম্পৃক্ত হয়ে যাবেন। স্যার স্যারের টিমকে নিয়ে আমার চেয়েও বেশি সম্পৃক্ত ছিলেন। এমনকি থিম সংয়েও (বিপিএলের) স্যার কয়েকটি লাইন নিজে লিখে দিয়েছেন।’

প্রধান উপদেষ্টার যোগ করা সে দুটি লাইন হলো, ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’। তার এই কথাটাকেই বিপিএলকে কেন্দ্র করে দেশব্যাপী হতে যাওয়া তারুণ্যের উৎসবের স্লোগান করা হয়েছে।

থিম সংয়ের পাশাপাশি বিপিএলের থিম গ্রাফিতিতেও ফুটে উঠবে জুলাই–আগস্টের ছাত্র–জনতার আন্দোলনের ছবি।

সে সময় ছাত্রছাত্রীরা সড়কে, দেয়ালে যেসব গ্রাফিতি এঁকেছিলেন, একাদশ বিপিএলের থিম (মূল ভাব) নেওয়া হয়েছে সেখান থেকে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে