রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৬, ০৬:৪১:৪৫

আমরা সবাই টাইগার, বাঘের মতো গর্জন করবো

আমরা সবাই টাইগার, বাঘের মতো গর্জন করবো

আল- আমিন শিবলী: আজ আমরা সবাই পরিপূণ্য শক্তিশালী  টাইগার, এসো বাঘের মতো গর্জন করবো। এক সময়ের ক্ষুদে টাইগার সময়ের পরিক্রমায় আজ টাগবগে তরুণ, ক্ষুদার্থ ও দূর্দান্ত শিকারী বাঘ। আর এমনই ১১ জনের একটি রয়েল বেঙ্গল টাইগারের দল নিয়ে একেরপর এক শিকারকে ধরাশারী করে দুর্বার গতিতে এগিয়ে চলছে  টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

আমাদের স্বপ্নের ক্রিকেট দলটি এখন পরিপূর্ন শক্তির একটি দল। পিছনের সারিতে থাকা তারুন্যে উদ্দীপ্ত অপেক্ষমান বাঘগুলিও শিকারের প্রহর গুনছে। দলের কারো কারো স্বল্প সময়ের ছোটখাট ছন্দপতন হলেও ধারাবাহিক জয় থেকে ছিটেকে পরার আশংখা মুক্ত। সবাই এখন নিয়মিত শিকারী। একটি ছোট্ট বিরতির পর সাবলীল ভঙ্গীমায় ছন্দে ফিরেছে ইমরুল কায়েস।

আর বিস্ময়কর সফল বোলার, সাতক্ষীরা সায়ানাইড নামে পরিচিত সহজ সরল শিকারী বালক মুস্তাফিজের একেরপর এক বিধ্বংসী গোলা ক্রিকেট বিশ্বকে জানিয়ে দিচ্ছে নতুন সতর্কবার্তা। রিজার্ভড বুলেট সৌম্য তো আছেই। সাকিব, তামিম, মুশিফিক, রুবেল, নাসিরসহ বাঁকিদের কথা নাইবা বললাম। এ মুস্তাফিজই আসন্ন এশিয়া কাপ ঘরের তোলার স্বপ্ন দেখছেন।  

ক্রিকেটবিশ্বের শক্তিশালী  দলগুলির বিপক্ষে আমাদের জন্য ম্যাচ জয়, সিরিজ জয় এক সময় ছিল অনেকটা স্বপ্নের ব্যাপার। সেই স্বপ্নের ঘোড়ায় লাগাম দেয়ার কাজ শেষ। এখন শুধু সময়ের অপেক্ষায়। আগামী বিশ্বকাপ আমাদের। শুধুই আমাদের। তার আগ পর্যন্ত বিশ্বকাপ ট্রফিটা শেষবারের মত ভাল করে দেখে নাও। পরে হয়তো আর সুযোগ পাবে না। কারণ বাঘ আসছি বাংলার সত্যিকারের রাজকীয় বাঘ হয়ে।
২১ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে